ঢাকায় পা রাখলেন শমিত

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ১৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকায় এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র কর্মকর্তারা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার কথা তার।

আজ বুধবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

বাংলাদেশ সময় মঙ্গলববার ভোরে কানাডা থেকে রওয়ানা হন শমিত। ক্যাভালরি এফসির মিডফিল্ডার দীর্ঘ যাত্রা শেষে বুধবার সকালে পৌঁছালেন ঢাকায়। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে তার অভিষেকের কথা।

আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ভ্রমণ ক্লান্তির কারণে এই ম্যাচে শমিতের খেলার সম্ভাবনা কম।

২৬ পেরুনো শমিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলেছেন। গত বছরের শেষ দিকে বাফুফে থেকে তাকে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজী হয়ে যান। এরপর শুরু হয় প্রক্রিয়া। দ্রুততম সময়ে অফিসিয়াল নথিপত্র সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান শমিত। পরে ফিফার অনুমোদন পেয়ে তিনি এখন বাংলাদেশের ফুটবলার।

শমিতের বাবা মানস সোম ও মা নন্দিতা সোম নব্বুই দশকের শুরুতে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমান। সেখানেই জন্ম ও বেড়ে উঠা তার। বয়সভিত্তিক পর্যায় ও বিশ্ববিদ্যালয় দলের হয়ে ভালো করে কানাডার জাতীয় দলেও ঠাঁই পান। খেলেন দুটি প্রীতি ম্যাচ। এবার তিনি মাঝমাঠে বাংলাদেশের সেনানী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

:বাংলাদেশ টেস্ট ক্রিকেটের -২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি ।

২ দিন আগে

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ‘আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজড করতে যাচ্ছি। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি।

৩ দিন আগে

মুশফিক আউট হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। আউটফিল্ড ভিজে যাওয়ায় লাঞ্চ বিরতিও শুরু হয়ে গেছে আগেভাগেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ২৪৭ রানের। পঞ্চম দিনে আর দুই সেশন খেলা বাকি আছে।

৪ দিন আগে