ঢাকায় পা রাখলেন শমিত

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ১৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকায় এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র কর্মকর্তারা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার কথা তার।

আজ বুধবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

বাংলাদেশ সময় মঙ্গলববার ভোরে কানাডা থেকে রওয়ানা হন শমিত। ক্যাভালরি এফসির মিডফিল্ডার দীর্ঘ যাত্রা শেষে বুধবার সকালে পৌঁছালেন ঢাকায়। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে তার অভিষেকের কথা।

আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ভ্রমণ ক্লান্তির কারণে এই ম্যাচে শমিতের খেলার সম্ভাবনা কম।

২৬ পেরুনো শমিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলেছেন। গত বছরের শেষ দিকে বাফুফে থেকে তাকে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজী হয়ে যান। এরপর শুরু হয় প্রক্রিয়া। দ্রুততম সময়ে অফিসিয়াল নথিপত্র সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান শমিত। পরে ফিফার অনুমোদন পেয়ে তিনি এখন বাংলাদেশের ফুটবলার।

শমিতের বাবা মানস সোম ও মা নন্দিতা সোম নব্বুই দশকের শুরুতে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমান। সেখানেই জন্ম ও বেড়ে উঠা তার। বয়সভিত্তিক পর্যায় ও বিশ্ববিদ্যালয় দলের হয়ে ভালো করে কানাডার জাতীয় দলেও ঠাঁই পান। খেলেন দুটি প্রীতি ম্যাচ। এবার তিনি মাঝমাঠে বাংলাদেশের সেনানী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

চলতি মৌসুমে ১৩ ম্যাচে এ নিয়ে ৪ গোল করলেন নেইমার। সিরি আ এর চলতি মৌসুমে এটি তাঁর প্রথম গোল

৫ মিনিট আগে

ব্রিটিশ থেকে পাকিস্তান আমল সহ বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বরিশালের ক্রীড়া অংঙ্গণে এই ক্লাবটির অবদান অপরিসীম

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান অধিনায়ক

১ দিন আগে

শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন মিচেল স্টার্ক। বল হাতে যেন আগুন ছুড়লেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারেই ৩ উইকেট, পরে আরও আরও ৩টি—টানা ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন স্টার্ক। তার সঙ্গে যোগ দিলেন স্কট বোল্যান্ড, তিন বলে তিন উইকেট নিয়ে করলেন হ্যাটট্রিক!

২ দিন আগে