স্পোর্টস ডেস্ক

ম্যাচ শেষে এমিলিয়ানো মার্তিনেজের ছলছল করা জোড়া চোখের কান্নাই বলে দিচ্ছিল পুরো ম্যাচের চিত্রটা কেমন ছিলো। যদিও শক্তিমত্তায় পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে অ্যাস্টন ভিলা তথাপি ভিলা পার্কে জয় পেয়েছে তার দলই।
এর আগে গেল সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হারই যেন কাল হয়ে গেল অ্যাস্টন ভিলার জন্য। ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।
অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে যাচ্ছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের ফলাফল শেষে জানা যাবে কারা হবে পিএসজির প্রতিপক্ষ।
পিএসজি অবশ্য এই ম্যাচ থেকে ছিটকে যেতেও পারতো। তবে লিভারপুল ম্যাচের মতো এবারেও ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। অন্তত দুইবার নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন এই ইতালিয়ান। তাতে অ্যাস্টন ভিলার বীরত্বটাও খানিক ম্লান হচ্ছে বৈকি। ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচটা জিতলেও অ্যাস্টন ভিলার সেমিফাইনাল বঞ্চিত হয়েছে তো ওই ডোনারুম্মার কারণেই।
ম্যাচের ১১ মিনিটে পিএসজির নিরীহদর্শন বল ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন এমি মার্তিনেজ। তবে বল গ্রিপে নিতে পারেননি। বল চলে যায় আশরাফ হাকিমির কাছে। সেখান থেকে সহজ গোল। অ্যাগ্রিগেটে পিএসজি এগিয়ে যায় ৪-১ গোলে। ২৭ মিনিটেই সেটা ৫-১ করে ফেলেন নুনো মেন্দেজ। ডিবক্সের খানিকটা ভেতর থেকে পোস্টের বামপাশে গোল করেন এই লেফটব্যাক।
ম্যাচের ৩৪ মিনিটেই অবশ্য নিজেদের ফিরে পেতে শুরু করে অ্যাস্টন ভিলা। ইউরি টিলেমেন্সের শট পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ভিলা পার্ক যেন প্রাণ ফিরে পায় ওই গোল থেকেই। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। অ্যাগ্রিগেট তখন ৫-২।
স্বাগতিকরা দ্বিতীয় গোল করে ৫৫তম মিনিটে। ভিলার দীর্ঘদিনের আস্থা জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে স্কোরলাইনে আনেন সমতা। যদিও তখন পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। এর দুই মিনিট পরই তৃতীয় গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা।
মার্কাস রাশফোর্ডের থেকে বল পেয়ে গোল করেন এজরি কনস্টা। অ্যাগ্রিগেট ৫-৪। ম্যাচের বাকি তখনো অনেকটা সময়। কিন্তু ভিলা এরপর আক্রমণের ধার বাড়িয়েও আর গোল আদায় করতে পারেনি। ডোনারুম্মা একাই দেয়াল হয়ে ছিলেন তাদের সেমিফাইনাল স্বপ্নে। যোগ করা সময়ে অ্যাস্টন ভিলার হয়ে গোলের সুযোগ তৈরি করেন ইয়ান মাটসেন। কিন্তু গোলমুখে থাকা পাচোর গোললাইন ব্লক আটকে দেয় ভিলাকে। তবে শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেলেও অ্যাগ্রিগেটের ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় পিএসজি।

ম্যাচ শেষে এমিলিয়ানো মার্তিনেজের ছলছল করা জোড়া চোখের কান্নাই বলে দিচ্ছিল পুরো ম্যাচের চিত্রটা কেমন ছিলো। যদিও শক্তিমত্তায় পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে অ্যাস্টন ভিলা তথাপি ভিলা পার্কে জয় পেয়েছে তার দলই।
এর আগে গেল সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হারই যেন কাল হয়ে গেল অ্যাস্টন ভিলার জন্য। ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।
অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে যাচ্ছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের ফলাফল শেষে জানা যাবে কারা হবে পিএসজির প্রতিপক্ষ।
পিএসজি অবশ্য এই ম্যাচ থেকে ছিটকে যেতেও পারতো। তবে লিভারপুল ম্যাচের মতো এবারেও ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। অন্তত দুইবার নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন এই ইতালিয়ান। তাতে অ্যাস্টন ভিলার বীরত্বটাও খানিক ম্লান হচ্ছে বৈকি। ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচটা জিতলেও অ্যাস্টন ভিলার সেমিফাইনাল বঞ্চিত হয়েছে তো ওই ডোনারুম্মার কারণেই।
ম্যাচের ১১ মিনিটে পিএসজির নিরীহদর্শন বল ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন এমি মার্তিনেজ। তবে বল গ্রিপে নিতে পারেননি। বল চলে যায় আশরাফ হাকিমির কাছে। সেখান থেকে সহজ গোল। অ্যাগ্রিগেটে পিএসজি এগিয়ে যায় ৪-১ গোলে। ২৭ মিনিটেই সেটা ৫-১ করে ফেলেন নুনো মেন্দেজ। ডিবক্সের খানিকটা ভেতর থেকে পোস্টের বামপাশে গোল করেন এই লেফটব্যাক।
ম্যাচের ৩৪ মিনিটেই অবশ্য নিজেদের ফিরে পেতে শুরু করে অ্যাস্টন ভিলা। ইউরি টিলেমেন্সের শট পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ভিলা পার্ক যেন প্রাণ ফিরে পায় ওই গোল থেকেই। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। অ্যাগ্রিগেট তখন ৫-২।
স্বাগতিকরা দ্বিতীয় গোল করে ৫৫তম মিনিটে। ভিলার দীর্ঘদিনের আস্থা জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে স্কোরলাইনে আনেন সমতা। যদিও তখন পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। এর দুই মিনিট পরই তৃতীয় গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা।
মার্কাস রাশফোর্ডের থেকে বল পেয়ে গোল করেন এজরি কনস্টা। অ্যাগ্রিগেট ৫-৪। ম্যাচের বাকি তখনো অনেকটা সময়। কিন্তু ভিলা এরপর আক্রমণের ধার বাড়িয়েও আর গোল আদায় করতে পারেনি। ডোনারুম্মা একাই দেয়াল হয়ে ছিলেন তাদের সেমিফাইনাল স্বপ্নে। যোগ করা সময়ে অ্যাস্টন ভিলার হয়ে গোলের সুযোগ তৈরি করেন ইয়ান মাটসেন। কিন্তু গোলমুখে থাকা পাচোর গোললাইন ব্লক আটকে দেয় ভিলাকে। তবে শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেলেও অ্যাগ্রিগেটের ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় পিএসজি।


মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, চারদিন ধরে জ্বর ভুগছেন তিনি
২ দিন আগে
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিলেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড
২ দিন আগে
জাতীয় সেপাক টাকরো ২০২৫-এর চ্যাম্পিয়ন নীলফামারী জেলা নারী দল, রানার্স-আপ পুরুষ দল ও উদীয়মান ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইনকে সংবর্ধনা দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর
৩ দিন আগে
২৮ ( অক্টোবর) প্রত্যাবর্তনের ম্যাচে বাবরের মতো প্রতিপক্ষ আবারও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়
৩ দিন আগেমাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, চারদিন ধরে জ্বর ভুগছেন তিনি
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিলেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড
জাতীয় সেপাক টাকরো ২০২৫-এর চ্যাম্পিয়ন নীলফামারী জেলা নারী দল, রানার্স-আপ পুরুষ দল ও উদীয়মান ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইনকে সংবর্ধনা দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর
২৮ ( অক্টোবর) প্রত্যাবর্তনের ম্যাচে বাবরের মতো প্রতিপক্ষ আবারও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়