মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূলপর্বের পথে বাংলাদেশ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মিয়ানমারের নারীরা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে। কিন্তু, মাঠে বাংলাদেশের মেয়েদের খেলা দেখে কে বলবে তারা পিছিয়ে আছে। বরং, মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ফেভারিটের মতো। ঋতুপর্ণা চাকমার গতির কাছে বারবার পরাস্ত হয়েছে স্বাগতিক নারীরা। শেষ পর্যন্ত ব্যবধান গড়েছেন ঋতুই।

তার জোড়া গোলে আজ বুধবার (২ জুলাই) ২-১ গোলে মিয়ানমারকে হারিয়েছে বাংলাদেশ। এক পা দিয়ে রেখেছে ২০২৬ এর এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই জোরালো আক্রমণ সাজায় মিয়ানমার। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই আক্রমণ। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ।

১৯ মিনিটে ঋতুপর্ণার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ। বক্সের বাহির থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শট আর ঠেকাতে পারেনি মিয়ানমারের গোলকিপার।

এরপর ৭২ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান তিনি। এতে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মিয়ানমার।

এই ম্যাচে জয় পাওয়ায় প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার খুব কাছে পৌঁছে গেলো মনিকা-তহুরারা। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র হলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে এশিয়া কাপের মূলপর্বে।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ৫৫তে। বাংলাদেশ আছে ১২৮তম অবস্থানে। নিজেদের মাঠে খেলছে তারা। ২০১৮ সালের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন এই বিজয়ী ফুটবলাররা। আর ফিরেই সোমবার সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।

৩ দিন আগে

ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

৫ দিন আগে

তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে জিততেই হবে এই ম্যাচে। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে চারিথ আসালাঙ্কার দল।

৫ দিন আগে