ঢাকায় হামজা, বিমানবন্দরে সমর্থকদের উচ্ছ্বাস

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ২৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত মার্চে; ম্যাচটি হয়েছিল ভারতের শিলংয়ে। এবার দেশের মাঠে প্রথম খেলার অপেক্ষায় তিনি।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন এক দল উৎসাহী সমর্থক। শেষ পর্যন্ত দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার।

আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল হামজার। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন। তার সঙ্গে বাবা-মাও এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন এই ফুটবলার।

দেশের মাঠে ভুটানের বিপক্ষে ৪ জুনের প্রীতি ম্যাচে, নাকি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন হামজা তা নিশ্চিত নয় এখনও।

দুদিন আগে দল ঘোষণার সময় কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।

ভুটানের সঙ্গে বুধবার ম্যাচের দিন সকালে ঢাকায় আসবেন প্রথমবার ডাক পাওয়া শমিত সোম।

বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। তিনি দলের সঙ্গে দুদিন অনুশীলন করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

:বাংলাদেশ টেস্ট ক্রিকেটের -২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি ।

২ দিন আগে

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, ‘আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজড করতে যাচ্ছি। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি।

৩ দিন আগে

মুশফিক আউট হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। আউটফিল্ড ভিজে যাওয়ায় লাঞ্চ বিরতিও শুরু হয়ে গেছে আগেভাগেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ২৪৭ রানের। পঞ্চম দিনে আর দুই সেশন খেলা বাকি আছে।

৪ দিন আগে