স্পোর্টস ডেস্ক
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েই মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল।অর্থাৎ হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা লেস্টার সিটি থেকে এখন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছে। শেফিল্ড এখন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল। তবে চলতি মৌসুমে ফের প্রিমিয়ারে ফেরার ভালো সুযোগ আছে তাদের।
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবলেই নতুন মাত্রা যোগ হলো। নিশ্চিতভাবেই তিনি এখন এই অঞ্চলের সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবলার।
হামজার জন্ম ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। মা-বাবা বাংলাদেশি হওয়ায় সেই সূত্রে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। নানা প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার লাল-সবুজ জার্সি গায়ে জড়ালেন তিনি।
হামজাকে মিডফিল্ডে রেখে একাদশ সাজিয়েছেন কাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি তিনি। গোলপোস্টে অনুমিতভাবেই মিতুল মার্মার প্রতি আস্থা রেখেছেন। আর আক্রমণভাবে খেলাচ্ছেন রাকিব হোসেন ও শাহরিয়ার ইমনকে। রক্ষণে আছেন তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। ম্যাচে আর্মব্যান্ড থাকছে তপুর কাছে।
বাংলাদেশ একাদশ
তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শাহিল আহাদ তপু, মিতুল মার্মা, তারিক রায়হান কাজী, মজিবুর রহমান জনি ও সাদ উদ্দিন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েই মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল।অর্থাৎ হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা লেস্টার সিটি থেকে এখন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছে। শেফিল্ড এখন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল। তবে চলতি মৌসুমে ফের প্রিমিয়ারে ফেরার ভালো সুযোগ আছে তাদের।
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবলেই নতুন মাত্রা যোগ হলো। নিশ্চিতভাবেই তিনি এখন এই অঞ্চলের সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবলার।
হামজার জন্ম ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। মা-বাবা বাংলাদেশি হওয়ায় সেই সূত্রে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। নানা প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার লাল-সবুজ জার্সি গায়ে জড়ালেন তিনি।
হামজাকে মিডফিল্ডে রেখে একাদশ সাজিয়েছেন কাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি তিনি। গোলপোস্টে অনুমিতভাবেই মিতুল মার্মার প্রতি আস্থা রেখেছেন। আর আক্রমণভাবে খেলাচ্ছেন রাকিব হোসেন ও শাহরিয়ার ইমনকে। রক্ষণে আছেন তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। ম্যাচে আর্মব্যান্ড থাকছে তপুর কাছে।
বাংলাদেশ একাদশ
তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শাহিল আহাদ তপু, মিতুল মার্মা, তারিক রায়হান কাজী, মজিবুর রহমান জনি ও সাদ উদ্দিন।
ফিফা সর্বশেষ পুরুষ ফুটবল দলের র্যাংকিং প্রকাশ করেছে, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, বাংলাদেশও পেয়েছে সুখবর। দুই ধাপ এগিয়ে এখন ১৮৩তম স্থানে অবস্থান করছে।
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক অভিষেক উপলক্ষে গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল বুধবার দেশে ফিরেছিলেন।
৮ দিন আগে২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে হলে মাত্র একটি পয়েন্ট পেলেই যথেষ্ট ছিল; কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নেমেছে নিজেদের ঘরের মাঠে। সেখানে প্রতিপক্ষ কে? তা বিবেচনায় না নিলেও চলবে। এমনকি মেসি-লওতারো মার্টিনেজের মতো বিশ্বসেরা ফুটবলার, স্ট্রাইকার না থাকলেও চলবে।
৯ দিন আগেসাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হল বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
৯ দিন আগেফিফা সর্বশেষ পুরুষ ফুটবল দলের র্যাংকিং প্রকাশ করেছে, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, বাংলাদেশও পেয়েছে সুখবর। দুই ধাপ এগিয়ে এখন ১৮৩তম স্থানে অবস্থান করছে।
আন্তর্জাতিক অভিষেক উপলক্ষে গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এরপর গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল বুধবার দেশে ফিরেছিলেন।
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করতে হলে মাত্র একটি পয়েন্ট পেলেই যথেষ্ট ছিল; কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নেমেছে নিজেদের ঘরের মাঠে। সেখানে প্রতিপক্ষ কে? তা বিবেচনায় না নিলেও চলবে। এমনকি মেসি-লওতারো মার্টিনেজের মতো বিশ্বসেরা ফুটবলার, স্ট্রাইকার না থাকলেও চলবে।
সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হল বাংলাদেশের সাবেক অধিনায়ককে।