রংপুর ব্যুরো

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বাংলাদেশ প্রফেশনালস ইউনিভার্সিটি (বিইউপি)-এর কাছে অল্পের জন্য হেরে যায় বেরোবি দল।
৩০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামে দুই দল। প্রথমার্ধে দুটি দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ে বেরোবি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বেরোবির ফুটবলাররা।
চমৎকার দলীয় সমন্বয় ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়ে তারা একে একে দুইটি গোল করে ম্যাচে সমতা ফেরায়। খেলায় কোনো অতিরিক্ত সময় না থাকায় ফলাফল নির্ধারিত হয় ট্রাইব্রেকারে। সেখানে সামান্য ব্যবধানে পরাজিত হলেও, বেরোবির খেলোয়াড়রা দর্শক ও আয়োজকদের প্রশংসা কুড়ায় তাদের দারুণ পারফরম্যান্সের জন্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন ও শহীদ মীর মুগ্ধের বাবা জনাব মোস্তাফিজুর রহমান । তাঁরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী প্রীতি ম্যাচটি সরাসরি উপভোগ করেন এবং বেরোবির দলীয় পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা আজ মাঠে যে সাহস, ঐক্য ও প্রতিযোগিতার মনোভাব প্রদর্শন করেছে, তা আমাদের গর্বিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, ক্রীড়া ও সংস্কৃতিতেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ইসমাইল হোসেন ।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বাংলাদেশ প্রফেশনালস ইউনিভার্সিটি (বিইউপি)-এর কাছে অল্পের জন্য হেরে যায় বেরোবি দল।
৩০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামে দুই দল। প্রথমার্ধে দুটি দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ে বেরোবি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বেরোবির ফুটবলাররা।
চমৎকার দলীয় সমন্বয় ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়ে তারা একে একে দুইটি গোল করে ম্যাচে সমতা ফেরায়। খেলায় কোনো অতিরিক্ত সময় না থাকায় ফলাফল নির্ধারিত হয় ট্রাইব্রেকারে। সেখানে সামান্য ব্যবধানে পরাজিত হলেও, বেরোবির খেলোয়াড়রা দর্শক ও আয়োজকদের প্রশংসা কুড়ায় তাদের দারুণ পারফরম্যান্সের জন্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন ও শহীদ মীর মুগ্ধের বাবা জনাব মোস্তাফিজুর রহমান । তাঁরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী প্রীতি ম্যাচটি সরাসরি উপভোগ করেন এবং বেরোবির দলীয় পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা আজ মাঠে যে সাহস, ঐক্য ও প্রতিযোগিতার মনোভাব প্রদর্শন করেছে, তা আমাদের গর্বিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, ক্রীড়া ও সংস্কৃতিতেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ইসমাইল হোসেন ।

ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতার জন্য বাছাইকৃত ৩০জন ক্ষুদে ফুটবলারকে নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীতে। এর আগে ছয়টি দল থেকে ৩০জন ফুটবলারকে বাছাই করা হয় একই মাঠে। বাছাইয়ে ৬৬জন অংশ নেন।
১০ ঘণ্টা আগে
এক সময় প্যারিসে কেবল ধনসম্পদ আর ব্যর্থতার ছায়া ছড়াতো। ঘরোয়া লিগে শীর্ষে থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ছিল প্রায় অবাস্তব। কিন্তু লুইস এনরিকে পিএসজির ডাগআউটে আসার পর প্যারিসের সেই বিষণ্ন আকাশ বদলে গেছে। এনরিকে শুধু কোচই নন, তিনি এখন ক্লাবের আধুনিক ইতিহাসের স্থপতি।
৪ দিন আগে
বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থ এবং বিতর্কের খবর প্রকাশিত হয়েছে। ভারত সফরে মেসির সঙ্গে ছিলেন তারকা সহক্রীড়া লুইস সুয়ারেজ ও ডি পল। এই সফর মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল।
৬ দিন আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। ২৬ ডিসেম্বর সিলেটে টুর্নামেন্ট শুরু হলেও, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৪ ডিসেম্বরের জন্য পরিকল্পিত আয়োজন আর হবে না।
১০ দিন আগেডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতার জন্য বাছাইকৃত ৩০জন ক্ষুদে ফুটবলারকে নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীতে। এর আগে ছয়টি দল থেকে ৩০জন ফুটবলারকে বাছাই করা হয় একই মাঠে। বাছাইয়ে ৬৬জন অংশ নেন।
এক সময় প্যারিসে কেবল ধনসম্পদ আর ব্যর্থতার ছায়া ছড়াতো। ঘরোয়া লিগে শীর্ষে থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ছিল প্রায় অবাস্তব। কিন্তু লুইস এনরিকে পিএসজির ডাগআউটে আসার পর প্যারিসের সেই বিষণ্ন আকাশ বদলে গেছে। এনরিকে শুধু কোচই নন, তিনি এখন ক্লাবের আধুনিক ইতিহাসের স্থপতি।
বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির সাম্প্রতিক ভারত সফরকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থ এবং বিতর্কের খবর প্রকাশিত হয়েছে। ভারত সফরে মেসির সঙ্গে ছিলেন তারকা সহক্রীড়া লুইস সুয়ারেজ ও ডি পল। এই সফর মূলত বাণিজ্যিক উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। ২৬ ডিসেম্বর সিলেটে টুর্নামেন্ট শুরু হলেও, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৪ ডিসেম্বরের জন্য পরিকল্পিত আয়োজন আর হবে না।