আইসিটি খাতে নতুন সম্ভাবনা
নিখাদ খবর ডেস্ক
ক্যানন সিঙ্গাপুর ও এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি ইশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ৭ থেকে ৯ মে বাংলাদেশ সফর করেছে। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান, নোরিহিরো কাতাগিরি এবং পরিচালক তাকাশি ইচিনোমিয়া।
৮ মে প্রতিনিধিদলটি ক্যাননের বাংলাদেশের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং পরে এক নৈশভোজে গণমাধ্যমকর্মী, ডিলার ও দীর্ঘদিনের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্যাননের প্রেসিডেন্ট তোশিউকি ইশি বলেন, তাদের লক্ষ্য সর্বদা প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন এবং সেই অনুযায়ী পণ্য সরবরাহ। তিনি বাংলাদেশের বাজার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান জানান, বাংলাদেশের জনগণের ক্যাননের প্রতি ভালোবাসা দেখে তারা আনন্দিত এবং ভবিষ্যতে এখানকার বাজারে আরও গভীরভাবে কাজ করতে চান।
এই সফরের মূল লক্ষ্য ছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সম্ভাব্য নতুন ব্যবসায়িক সুযোগ খোঁজা এবং দীর্ঘদিনের অংশীদার জেএএন অ্যাসোসিয়েটসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। সফরের শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি। তিনি পুরো সফরে প্রতিনিধিদের সঙ্গে ছিলেন।
সফরকালীন সময়ে ক্যানন দলটি স্মার্ট টেকনোলজিস (প্রা.) লিমিটেডের কার্যালয়ও পরিদর্শন করে, যেখানে তাদের স্বাগত জানান স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ক্যানন ও বাংলাদেশের অংশীদারত্ব নতুন মাত্রায় পৌঁছেছে। আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘গত ৩০ বছর ধরে ক্যাননের সঙ্গে কাজ করছি। এবার তাদের শীর্ষ পর্যায়ের একটি দল বাংলাদেশে এসেছে, যা ভবিষ্যতে আরও বড় উদ্যোগের সম্ভাবনা তৈরি করবে।’
ক্যানন সিঙ্গাপুর ও এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি ইশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ৭ থেকে ৯ মে বাংলাদেশ সফর করেছে। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান, নোরিহিরো কাতাগিরি এবং পরিচালক তাকাশি ইচিনোমিয়া।
৮ মে প্রতিনিধিদলটি ক্যাননের বাংলাদেশের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং পরে এক নৈশভোজে গণমাধ্যমকর্মী, ডিলার ও দীর্ঘদিনের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন।
ক্যাননের প্রেসিডেন্ট তোশিউকি ইশি বলেন, তাদের লক্ষ্য সর্বদা প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন এবং সেই অনুযায়ী পণ্য সরবরাহ। তিনি বাংলাদেশের বাজার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান জানান, বাংলাদেশের জনগণের ক্যাননের প্রতি ভালোবাসা দেখে তারা আনন্দিত এবং ভবিষ্যতে এখানকার বাজারে আরও গভীরভাবে কাজ করতে চান।
এই সফরের মূল লক্ষ্য ছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সম্ভাব্য নতুন ব্যবসায়িক সুযোগ খোঁজা এবং দীর্ঘদিনের অংশীদার জেএএন অ্যাসোসিয়েটসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। সফরের শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি। তিনি পুরো সফরে প্রতিনিধিদের সঙ্গে ছিলেন।
সফরকালীন সময়ে ক্যানন দলটি স্মার্ট টেকনোলজিস (প্রা.) লিমিটেডের কার্যালয়ও পরিদর্শন করে, যেখানে তাদের স্বাগত জানান স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ক্যানন ও বাংলাদেশের অংশীদারত্ব নতুন মাত্রায় পৌঁছেছে। আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘গত ৩০ বছর ধরে ক্যাননের সঙ্গে কাজ করছি। এবার তাদের শীর্ষ পর্যায়ের একটি দল বাংলাদেশে এসেছে, যা ভবিষ্যতে আরও বড় উদ্যোগের সম্ভাবনা তৈরি করবে।’
সবসময় এই চার্জার প্লাগ করে রাখা কী মোটেও ঠিক? দেয়ালে, বিছানার পাশে কিংবা বাসা-বাড়ির অফিসের ডেস্কে এভাবে চার্জার প্লাগে লাগিয়ে রাখার অভ্যাস থেকে মারাত্মক ক্ষতি হতে পারে
২ দিন আগেঅনলাইনে রিটার্ন দাখিল করতে প্রথমে নিবন্ধন করতে হবে। এজন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর থাকতে হবে। নিবন্ধনের পর https://etax.nbr.gov.bd ওয়েবসাইটে লগইন করে রিটার্ন দাখিল করা যাবে
১৮ দিন আগেএকটু সতর্কতার সাথে নিজের হাতের প্রিয় ফোনটার একটু খেয়াল রাখলে দীর্ঘদিন কোন প্রকার ঝামেলা ছাড়াই সার্ভিস দেবে
২২ দিন আগেমেটাভেরিফাই ও স্টার বিক্রি করে একমাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম
১৪ জুলাই ২০২৫সবসময় এই চার্জার প্লাগ করে রাখা কী মোটেও ঠিক? দেয়ালে, বিছানার পাশে কিংবা বাসা-বাড়ির অফিসের ডেস্কে এভাবে চার্জার প্লাগে লাগিয়ে রাখার অভ্যাস থেকে মারাত্মক ক্ষতি হতে পারে
অনলাইনে রিটার্ন দাখিল করতে প্রথমে নিবন্ধন করতে হবে। এজন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর থাকতে হবে। নিবন্ধনের পর https://etax.nbr.gov.bd ওয়েবসাইটে লগইন করে রিটার্ন দাখিল করা যাবে
একটু সতর্কতার সাথে নিজের হাতের প্রিয় ফোনটার একটু খেয়াল রাখলে দীর্ঘদিন কোন প্রকার ঝামেলা ছাড়াই সার্ভিস দেবে
মেটাভেরিফাই ও স্টার বিক্রি করে একমাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম