আইসিটি খাতে নতুন সম্ভাবনা

বাংলাদেশ সফরে ক্যাননের শীর্ষ কর্মকর্তারা

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ক্যাননের প্রতিনিধিদলের সঙ্গে জেএএন অ্যাসোসিয়টসের কর্মকর্তারা ছবি: জেএএন অ্যাসোসিয়েটসের সৌজন্যে।

ক্যানন সিঙ্গাপুর ও এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি ইশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ৭ থেকে ৯ মে বাংলাদেশ সফর করেছে। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান, নোরিহিরো কাতাগিরি এবং পরিচালক তাকাশি ইচিনোমিয়া।

৮ মে প্রতিনিধিদলটি ক্যাননের বাংলাদেশের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং পরে এক নৈশভোজে গণমাধ্যমকর্মী, ডিলার ও দীর্ঘদিনের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন।

ক্যাননের প্রেসিডেন্ট তোশিউকি ইশি বলেন, তাদের লক্ষ্য সর্বদা প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন এবং সেই অনুযায়ী পণ্য সরবরাহ। তিনি বাংলাদেশের বাজার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান জানান, বাংলাদেশের জনগণের ক্যাননের প্রতি ভালোবাসা দেখে তারা আনন্দিত এবং ভবিষ্যতে এখানকার বাজারে আরও গভীরভাবে কাজ করতে চান।

এই সফরের মূল লক্ষ্য ছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে সম্ভাব্য নতুন ব্যবসায়িক সুযোগ খোঁজা এবং দীর্ঘদিনের অংশীদার জেএএন অ্যাসোসিয়েটসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। সফরের শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি। তিনি পুরো সফরে প্রতিনিধিদের সঙ্গে ছিলেন।

সফরকালীন সময়ে ক্যানন দলটি স্মার্ট টেকনোলজিস (প্রা.) লিমিটেডের কার্যালয়ও পরিদর্শন করে, যেখানে তাদের স্বাগত জানান স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ক্যানন ও বাংলাদেশের অংশীদারত্ব নতুন মাত্রায় পৌঁছেছে। আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘গত ৩০ বছর ধরে ক্যাননের সঙ্গে কাজ করছি। এবার তাদের শীর্ষ পর্যায়ের একটি দল বাংলাদেশে এসেছে, যা ভবিষ্যতে আরও বড় উদ্যোগের সম্ভাবনা তৈরি করবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্যাজেট নিয়ে আরও পড়ুন

কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই এই ল্যাবের প্রধান উপকরণ, বিশেষ করে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপগুলো, শিক্ষকদের ও শিক্ষার্থীদের জন্য ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে।

১০ দিন আগে

রাজশাহীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রিজিওনাল সামার সামিট অনুষ্ঠিত হয়েছে।

১১ দিন আগে

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।

১৫ দিন আগে