আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। শক্তিশালী এ১৮ প্রসেসরে চলা নতুন মডেলের আইফোনটির নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো হলেও এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই।
নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছু পোস্টও করে ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে!
আইনে আছে -মোবাইল ফোনের অব্যবহৃত ডেটা ক্রয়কৃত পরবর্তী ডেটার সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু মোবাইল ফোনের জন্য ক্রয়কৃত ইন্টারনেট ডেটা, মিনিট ও এসএমএস অব্যবহৃত থেকে গেলেও সেই ডেটা, মিনিটি ও এসএমএস পরবর্তীতে আর ব্যবহার করা যায় না।