অস্ত্রোপাচার ছাড়াই কিডনির পাথর দূর করবে রোবট

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

২০২৩–২০২৪ সালে হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটি ও শি’আন জিয়াওতং ইউনিভার্সিটির গবেষকরা এক ধরনের ক্ষুদ্র নরমদেহের রোবট তৈরি করেছেন, যা শরীরে কোনো প্রকার অস্ত্রোপচারের ব্যবহার না করেই কিডনির পাথর দূর করতে পারে।

এই ক্ষুদ্র রোবটটির আকার একটি চালের দানার মতো, আর এটি জোঁকের মতো নড়া-চড়া করতে পারে এবং জোঁকের মতো গতিতে মূত্রনালির ভেতর দিয়ে চলতে পারে, এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এই রোবটটি এমন এক ধরনের নরম ও নিরাপদ জেল পদার্থ (বায়োকমপ্যাটিবল হাইড্রোজেল) দিয়ে তৈরি, যার ভেতরে চৌম্বকীয় কণা থাকে—ফলে এটি শরীরের ভেতরে ক্ষতি না করে চলাফেরা করতে পারে।

এই ক্ষুদ্র রোবটটি দুইভাবে কাজ করতে পারে — একটি হচ্ছে, এটি কিডনিতে সরাসরি পাথর গলানোর ওষুধ পৌঁছে দিতে পারে আর অন্যটি হচ্ছে কিডনীর পাথরকে শারীরিকভাবে শরীর থেকে পুরোপুরি স্থানচ্যুত করে বের করে দিতে পারে।

বিভিন্ন প্রাণীদের উপর পরীক্ষা করে দেখা গেছে, এই রোবট ব্যবহারে ব্যথা কম হয়, টিস্যুর ক্ষতি কমে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।

যদিও এখনো মানুষের ওপর পরীক্ষা শুরু হয়নি, তবে বিজ্ঞানীরা মনে করছেন—এই প্রযুক্তি ভবিষ্যতে এমন এক নতুন চিকিৎসা পদ্ধতির পথ খুলে দিতে পারে, যেখানে কিডনির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার বা শকওয়েভ লিথোট্রিপসির ব্যবহার করার দরকার হবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

চাঁদের মাটির ধূলিকণাকে জ্বালানিতে রূপান্তর করার অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে জেফ বেজোস পরিচালিত ব্লু অরিজিন। চাঁদের দীর্ঘ চন্দ্ররাত্রিতে মহাকাশযান চালু রাখা এবং শক্তি স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি উদ্ভাবন করেছে ব্যতিক্রমী এ শক্তি-রূপান্তর যন্ত্র।

৯ দিন আগে

দক্ষিণ খানপুর গ্রামের সোহেল রানা আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন, তবে বাস্তবে তার হাতে যা এসেছে তা এক অভিনব তিন চাকার যান—দেখতে হেলিকপ্টারের মতো, কিন্তু রাস্তা ধরে চলে

১৪ দিন আগে

ছয় দশকের বেশি সময় ধরে টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে ব্যবহৃত মেটফরমিন এখন বিজ্ঞানীদের নজরে নতুন এক দিগন্ত খুলে দিচ্ছে। সাম্প্রতিক একাধিক গবেষণা বলছে, রক্তে শর্করা কমানোর পাশাপাশি এই পরিচিত ওষুধটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে

১৪ দিন আগে

১০টির অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে

০১ নভেম্বর ২০২৫