গুগলকে সার্চ ব্যবসা ভাঙতে হবে না,তবে আসছে বড় পরিবর্তন

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

গুগলকে তার সার্চ ব্যবসা ভাঙতে বাধ্য করা হবে না, তবে অ্যান্টি-কম্পিটিটিভ আচরণ ঠেকাতে টেক জায়ান্টের ব্যাবসায়িক নীতিতে বড় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র জেলা আদালতের বিচারক অমিত পি. মেহতা প্রাথমিকভাবে যে প্রতিকারমূলক ব্যবস্থা ঘোষণা করেন, তার মধ্যে রয়েছে—গুগল আর সার্চ, ক্রোম, গুগল অ্যাসিস্ট্যান্ট বা জেমিনিকে অন্য অ্যাপস বা রাজস্ব চুক্তির সঙ্গে বেঁধে রাখতে পারবে না। উদাহরণস্বরূপ, প্লে স্টোর লাইসেন্সের শর্তে নির্দিষ্ট কিছু অ্যাপ বিতরণ করানো যাবে না বা রেভিনিউ-শেয়ার চুক্তির মাধ্যমে অ্যাপ রাখার শর্ত চাপিয়ে দেওয়া যাবে না।

এ ছাড়া গুগলকে যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্দিষ্ট সার্চ ইনডেক্স ও ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন ডেটা শেয়ার করতে হবে, যাতে একচেটিয়া আচরণ ঠেকানো যায়।

একই সঙ্গে সার্চ ও সার্চ বিজ্ঞাপন সেবা প্রতিদ্বন্দ্বীদের স্ট্যান্ডার্ড রেটে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি মানসম্মত ফলাফল দিতে পারে।

তবে এখনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি। বিচারক মেহতা গুগল ও মার্কিন বিচার বিভাগকে (ডিওজে) ১০ সেপ্টেম্বরের মধ্যে আলোচনার মাধ্যমে তার মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সংশোধিত চূড়ান্ত রায় জমা দিতে বলেছেন।

রায় কার্যকর হওয়ার ৬০ দিন পর থেকে ছয় বছরের জন্য একটি টেকনিক্যাল কমিটি নজরদারির দায়িত্বে থাকবে।

বিচার বিভাগ আরো কঠোর শাস্তির দাবি করেছিল। তারা গুগলকে ক্রোম ব্রাউজার ও সম্ভবত অ্যানড্রয়েড বিক্রি করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি অ্যাপল, স্যামসাংসহ যেসব কম্পানিকে গুগল বিলিয়ন ডলার দিয়ে ডিফল্ট সার্চ হিসেবে জায়গা কিনেছিল, সেই চুক্তিগুলোও বাতিল করতে চেয়েছিল।

সংবাদ প্রকাশের পর অ্যাপলের শেয়ারের দাম বেড়ে যায়, কারণ গুগলের সঙ্গে তাদের লাভজনক চুক্তি অব্যাহত থাকবে (যদিও তা আর একচেটিয়া না-ও হতে পারে)। শুধু ২০২১ সালেই গুগল ডিফল্ট সার্চের জায়গা নিশ্চিত করতে ২৬ বিলিয়ন ডলারের বেশি খরচ করে, যার মধ্যে প্রায় ১৮ বিলিয়ন ডলার শুধু অ্যাপলকে দেওয়া হয়।

বিচারক মেহতা জোর দিয়ে বলেন, যেহেতু অধিকাংশ ব্যবহারকারী ডিফল্ট সার্চেই থেকে যায়, তাই এই জায়গাগুলো অত্যন্ত মূল্যবান, যা কার্যত প্রতিদ্বন্দ্বীদের বাজারে টিকে থাকার সুযোগ কেড়ে নেয়।

ডিওজে আরো প্রস্তাব দিয়েছিল যে, গুগলকে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ ইনডেক্স, ব্যবহারকারীর তথ্য, সিন্থেটিক কোয়েরি এবং বিজ্ঞাপনসংক্রান্ত ডেটা ভাগাভাগি করতে হবে, তবে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার শর্তে।

এই রায় গুগলের অন্যান্য অ্যান্টিট্রাস্ট মামলার ফলাফলেও প্রভাব ফেলতে পারে। ২০২৫ সালের এপ্রিল মাসে বিচারক লিওনি ব্রিংকেমা রায় দেন, গুগল বিজ্ঞাপন প্রযুক্তি বাজারেও অবৈধভাবে একচেটিয়া আধিপত্য করেছে। সেই মামলার প্রতিকারমূলক শুনানি সেপ্টেম্বরের শেষে শুরু হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান ও টেক ক্রাঞ্চ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

মেলিটিন ক্যান্সার কোষের ঝিল্লি ছিদ্র করে এবং তাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ বা স্বতঃপ্রজননের ক্ষমতা বন্ধ করে দেয়

১৩ ঘণ্টা আগে

ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন

২১ ঘণ্টা আগে

এই ক্ষুদ্র রোবটটির আকার একটি চালের দানার মতো, আর এটি জোঁকের মতো নড়া-চড়া করতে পারে এবং জোঁকের মতো গতিতে মূত্রনালির ভেতর দিয়ে চলতে পারে, এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এই রোবটটি এমন এক ধরনের নরম ও নিরাপদ জেল পদার্থ দিয়ে তৈরি

১০ দিন আগে

এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম। অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫-এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ

১৭ দিন আগে