মালয়েশিয়ার তেরেংগানুর শিশু আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহির ৭ বছর বয়স থেকেই বেড়ে উঠেছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (অটিজম) হিসেবে। কিন্তু এরপরও দমে যায়নি এই শিশু। বিশ্বকে তাক লাগিয়ে ১০ বছর বয়সে মাত্র চার মাস দশ দিনে পুরো কোরআন মুখস্থ করে সৃষ্টি করে বিস্ময়ের জন্ম দিয়েছে।