ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা মালদ্বীপ সরকারের

প্রতিনিধি
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩: ৩৬
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপ। কিন্তু এবার থেকে এই নয়নাভিরাম সৌন্দর্য্যমণ্ডিত ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।

এ বিষয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী অনুমোদন করার পর মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

একইদিন সংসদে দ্রুত পাস হওয়া এই আইনটি স্পষ্টভাবে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করে, সেই সঙ্গে সরকার এই পদক্ষেপকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যার’ সরাসরি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।

দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে আন্তর্জাতিক ফোরামে জবাবদিহিতার জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাষ্ট্রপতি ড. মুইজ্জু বারবার জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইনি নীতি অনুসারে ১৯৬৭ পূর্ববর্তী সীমানার ভিত্তিতে সীমানা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পক্ষে সমর্থন প্রকাশ করে আসছেন। বছরের পর বছর ধরে মালদ্বীপ ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে, আত্মনিয়ন্ত্রণ ও অন্যান্য ‘অবিচ্ছেদ্য অধিকার’ অর্জনে ফিলিস্তিনিদের প্রতি তার ‘অটল এবং নিঃশর্ত সমর্থন’ আরও জোরদার করেছে মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ আইনটি পাসের মাধ্যমে।

ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় মালদ্বীপ। গত ফেব্রুয়ারিতে দেশটিতে বিদেশী ভ্রমণকারীদের সংখ্যা ছিলো ২ লাখ ১৪ হাজার। তাদের মধ্যে ৫৯ জন ছিলেন ইসরায়েলি। এর আগেও ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ। পরে ২০১০ সালে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগোয় দেশ দুটি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

২ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

২ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

২ দিন আগে