নিখাদ খবর ডেস্ক
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে এটি প্রকাশ করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।’
গত ৮ এপ্রিল পশ্চিমবঙ্গের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তার এ মন্তব্যকে অযৌক্তিক দাবি করে বিবৃতি দিয়েছে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সাথে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এ ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে, তাহলে আরো ভালো করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভা এবং পরের দিন উচ্চকক্ষ রাজ্যসভায় ‘সংশোধিত ওয়াকফ বিল, ২০২৫’ পাস হয়। এর তিনদিন পর ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্যে দিয়ে আইনে পরিণত হয় সেই বিল এবং ৮ এপ্রিল তা কার্যকর হয়।
আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুরসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপিবিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। বিক্ষোভ ঘিরে রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদীয়াসহ বিভিন্ন জেলা রণক্ষেত্রে রূপ নিয়েছিল ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে এটি প্রকাশ করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।’
গত ৮ এপ্রিল পশ্চিমবঙ্গের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তার এ মন্তব্যকে অযৌক্তিক দাবি করে বিবৃতি দিয়েছে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সাথে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এ ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে, তাহলে আরো ভালো করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভা এবং পরের দিন উচ্চকক্ষ রাজ্যসভায় ‘সংশোধিত ওয়াকফ বিল, ২০২৫’ পাস হয়। এর তিনদিন পর ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্যে দিয়ে আইনে পরিণত হয় সেই বিল এবং ৮ এপ্রিল তা কার্যকর হয়।
আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুরসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপিবিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। বিক্ষোভ ঘিরে রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদীয়াসহ বিভিন্ন জেলা রণক্ষেত্রে রূপ নিয়েছিল ।
মধ্য আফ্রিকার এই দেশটিতে নৌকাডুবির ঘটনা ক্রমশ ঘন ঘন হয়ে উঠছে। সস্তা কাঠের নৌকাগুলো মাঝে মাঝেই যাত্রী এবং পণ্যের ভারে মাঝ নদীতে ডুবে যায়। লাইফ জ্যাকেট সেখানে বিরল
১ ঘণ্টা আগেআরব লিগও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। গত জুলাইয়ে ১৭টি দেশ এটিতে স্বাক্ষর করেছিল। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজার যুদ্ধ বন্ধ করা জরুরি এবং হামাসকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অস্ত্র হস্তান্তর করতে হবে
৩ ঘণ্টা আগেশক্তিশালী এই ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। সেই সঙ্গে সকল জরুরি পরিষেবাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনও গুরুতর ক্ষয়ক্ষতির কোন তথ্য মেলেনি। তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে
৩ ঘণ্টা আগেপ্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) প্রাথমিকভাবে জানায়, ভূমিকম্পের ফলে রাশিয়ার কিছু উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। তবে পরে এক বিবৃতিতে কেন্দ্রটি জানায়, ‘সুনামির আশঙ্কা এখন কেটে গেছে
৮ ঘণ্টা আগেমধ্য আফ্রিকার এই দেশটিতে নৌকাডুবির ঘটনা ক্রমশ ঘন ঘন হয়ে উঠছে। সস্তা কাঠের নৌকাগুলো মাঝে মাঝেই যাত্রী এবং পণ্যের ভারে মাঝ নদীতে ডুবে যায়। লাইফ জ্যাকেট সেখানে বিরল
আরব লিগও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। গত জুলাইয়ে ১৭টি দেশ এটিতে স্বাক্ষর করেছিল। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজার যুদ্ধ বন্ধ করা জরুরি এবং হামাসকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অস্ত্র হস্তান্তর করতে হবে
শক্তিশালী এই ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। সেই সঙ্গে সকল জরুরি পরিষেবাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনও গুরুতর ক্ষয়ক্ষতির কোন তথ্য মেলেনি। তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) প্রাথমিকভাবে জানায়, ভূমিকম্পের ফলে রাশিয়ার কিছু উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। তবে পরে এক বিবৃতিতে কেন্দ্রটি জানায়, ‘সুনামির আশঙ্কা এখন কেটে গেছে