ইয়েমেনে আবাসিক এলাকায় বিস্ফোরণে পাঁচ শিশু নিহত

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আবারও প্রাণ গেল শিশুদের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ফুটবল খেলার সময় ঘটে যাওয়া এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচ শিশু। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন, যার মধ্যে কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় মানবাধিকার সংগঠন ও প্রত্যক্ষদর্শীরা এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে ইয়েমেনের তাইজ প্রদেশের আল-হাশমাহ উপ-জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি আবাসিক এলাকায় শিশুরা ফুটবল খেলছিল। সে সময় হঠাৎ বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। মানবাধিকার সংগঠন ও প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করছে, এ বিস্ফোরণের জন্য দায়ী দক্ষিণ ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্র ইসলাহ পার্টির সমর্থিত মিলিশিয়ারা, যারা ওই এলাকায় কামানের গোলা ছুড়েছিল।

হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি, ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং ‘আই অফ হিউম্যানিটি’ নামে মানবাধিকার সংগঠন যৌথভাবে জানিয়েছে, কামান থেকে ছোড়া গোলাটিই এই ভয়াবহ বিস্ফোরণের কারণ। প্রত্যক্ষদর্শী দুই স্থানীয় বাসিন্দা আহমেদ আল-শারি এবং খালেদ আল-আরেকি সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছেন, বিস্ফোরণের সময় শিশুরা খেলাধুলায় ব্যস্ত ছিল। এই ঘটনায় আরও অন্তত তিনজন শিশু আহত হয়, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী তথ্য মতে, বিস্ফোরকটি ছোড়া হয়েছিল এমন একটি অঞ্চল থেকে, যেখানে ইসলাহ পার্টির মিত্র বাহিনীর উপস্থিতি ছিল। তাই বিস্ফোরণের উৎস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। অন্যদিকে ইউনিসেফের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই ঘটনার বিষয়ে অবগত রয়েছেন, তবে এখনো সত্যতা যাচাই করতে পারেননি।

ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে নিহত শিশুদের ছিন্নভিন্ন মরদেহের বর্ণনাও ছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুটি শিশুর বয়স ছিল ১২ বছর এবং আরও দুটি শিশুর বয়স ছিল ১৪ বছর। পঞ্চম শিশুর বয়স এখনও জানা যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

১ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে