মিয়ানমার জান্তার বিমান হামলায় নিহত ১৭ শিক্ষার্থী

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে্‌ সোমবার (১২ মে) এই হামলা চালানো হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন লাট বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। হামলার কারণে কেউ কেউ নিখোঁজও থাকতে পারে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা সরকার বিরোধীদের দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগ শুরু করে। যার পর থেকে দেশটি ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে সামরিক সরকার দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও এনইউজি-সংশ্লিষ্ট প্রতিরোধ আন্দোলনের কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে।

রয়টার্স থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এপ্রিলের শুরুর দিকে দেশটিতে একটি ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হন। এরপর দেশটির জান্তা সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি সই হয়। গত সপ্তাহে জান্তা সরকার জানিয়েছিল, ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের কিছু অঞ্চলে সামরিক বাহিনী বিমান হামলা ও কামান হামলা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, এনইউজি হলো ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া নির্বাচিত সরকারের সদস্যদের নিয়ে গঠিত একটি ছায়া সরকার। যাতে অন্যান্য জান্তাবিরোধী গোষ্ঠীগুলোও যুক্ত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অপারেশন সিন্দুরই এখন থেকে ‘সন্ত্রাসবাদের মোকাবেলায়’ ভারতের নীতি হয়ে উঠবে। এটাই নিউ নরমাল। ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের পর জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণে আজ সোমবার তিনি একথা বলেন।

৬ ঘণ্টা আগে

মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে্‌ সোমবার (১২ মে) এই হামলা চালানো হয়।

৮ ঘণ্টা আগে

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের তিন বাহিনীর প্রধান (স্থল, নৌ ও বিমান বাহিনী), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

১৩ ঘণ্টা আগে

যুদ্ধ বিরতির অনুুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি। একই সঙ্গে পাকিস্তানে কোনও আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও খুবই নির্দয়। এমন হুঁশিয়ারিই উচ্চারণ পাকিস্তানের সেনাবাহিনী।

১৬ ঘণ্টা আগে