চীন থেকে ফেরত এলো বোয়িং জেট

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ট্রাম্পের শুল্কযুদ্ধের বলি হয়ে শেষ পর্যন্ত চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরৎ এসেছে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের বলি হয়েছে এ বিমানটি।

রোববার (২০) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। বিমানটি মূলত চীনের শিয়ামেন এয়ারলাইন্সের জন্য তৈরি হয়েছিল। রোববার সন্ধ্যা ৬টা ১১ মিনিটে (গ্রিনিচ সময় ০১১১) এটি সিয়াটলের বোয়িং ফিল্ডে অবতরণ করে বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। বিমানটিতে শিয়ামেন এয়ারলাইন্সের লিভারি বা বাহ্যিক রং-চিহ্ন স্পষ্ট ছিল।

প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে আসা এই বিমানটি মাঝপথে গাম ও হাওয়াইয়ে জ্বালানি নেয়। এটি ছিল বোয়িংয়ের ঝাউশান কমপ্লিশন সেন্টারে অপেক্ষমাণ বেশ কয়েকটি ৭৩৭ ম্যাক্স বিমানের একটি, যেগুলো চীনা এয়ারলাইন্সের কাছে হস্তান্তরের জন্য চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় ছিল।

এই মাসেই ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ভিত্তিমূল্য শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিশ্লেষক সংস্থা আইবিএর মতে, একটি নতুন ৭৩৭ ম্যাক্স বিমানের বাজারমূল্য প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার—যা এই শুল্কের কারণে চীনা এয়ারলাইন্সের জন্য বিশাল আর্থিক চাপ হয়ে দাঁড়াবে।

বোয়িংয়ের সর্বাধিক বিক্রিত মডেল ৭৩৭ ম্যাক্সের এই ফিরে আসা আন্তর্জাতিক বিমান খাতের দীর্ঘদিনের শুল্কমুক্ত সুবিধার ভাঙনের আরেকটি নজির। প্রায় পাঁচ বছর পর চীনে ৭৩৭ ম্যাক্স আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রেক্ষাপটে বোয়িং নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু বাণিজ্য উত্তেজনার নতুন ঢেউ সেই পুনরুদ্ধার প্রচেষ্টায় নতুন বাধা হয়ে দাঁড়াল।

বিশ্লেষকরা বলছেন, হঠাৎ শুল্ক পরিবর্তনের কারণে বহু বিমানের ডেলিভারি অনিশ্চয়তায় পড়বে। অনেক এয়ারলাইন্স প্রধানই জানিয়েছেন, শুল্ক দিতে না চাইলে তারা নতুন বিমান গ্রহণ স্থগিত রাখতে পারেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

চীন নিয়ে আরও পড়ুন

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

২ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৩ দিন আগে

ওমান উপসাগরে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

৪ দিন আগে