দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার বিদেশের মাটিতে জার্মান সেনা মোতায়েন

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে বাল্টিক অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে জার্মানি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জার্মানি প্রথমবারের মতো বিদেশের মাটিতে স্থায়ীভাবে সেনা মোতায়েন করেছে। এর মাধ্যমে ন্যাটোর পূর্ব সীমান্তে প্রতিরোধ ক্ষমতা জোরদার করা হচ্ছে।

পূর্ব দিক থেকে রাশিয়ার আক্রমণ রুখে দেয়ার প্রস্তুতি হিসেবে - জার্মান সেনারা তাদের বাল্টিক অঞ্চলের সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বছরের পর বছর প্রশিক্ষণ নিয়েছেন। তাদের সেখানকার অভিযানগুলো এখন পর্যন্ত অস্থায়ী। তবে আগামী ২০২৭ এর মধ্যে কমপক্ষে পাঁচ হাজার জার্মান সেনা স্থায়ীভাবে এখানে মোতায়েন করা হবে। এটি লিথুয়ানিয়ায় জার্মানির ভারী অস্ত্র ও সাঁজোয়া যান সজ্জিত নতুন ব্রিগেডের অংশ হবে। এটি হবে প্রথম কোন জার্মান বাহিনী যা দেশের বাইরে স্থায়ীভাবে মোতায়েনের অপেক্ষায় রয়েছে। বছরের শুরুতে ঘাঁটিটি পরিদর্শনের সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এর গুরুত্বের ওপর জোর দেন। খবর ডয়চে ভেলে।

তিনি বলেন, 'আমরা একে অন্যের প্রতি অঙ্গীকারবদ্ধ। ন্যাটো জোটভুক্ত সদস্য হিসেবে আমাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে, এটি তারই অংশ। আর এটির অর্থ হলো আমরা এক অন্যকে রক্ষা করবো...এবং জোটভুক্ত সব দেশ তাদের সার্বভৌম ভূখণ্ডের প্রতি সেন্টিমিটারের সুরক্ষার জন্য আমাদের ওপর ভরসা করতে পারে।'

বিদেশের মাটিতে স্থায়ীভাবে সেনা মোতায়েন জার্মানির জন্য বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় তখনকার জার্মানির নাৎসি বাহিনীর চালানো নৃশংসতার পর দশকের পর দশক শান্তিবাদের পথে হেঁটেছে বার্লিন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ জার্মানিকে তার সেই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করেছে।

তিনি বলেন, 'এটি (রুশ হামলা) ন্যাটো মিত্রদের ঘনিষ্ঠ হতে উৎসাহিত করেছে, বিশেষ করে লিথুয়ানিয়া এবং জার্মানির মতো ন্যাটোভুক্ত সদস্যদের।'

চলতি বছরের এপ্রিলে, প্রথমবারের মতো জার্মান বাহিনীর সেনারা লিথুয়ানিয়ার উদ্দেশে বার্লিন ছাড়ে, সেখানে তাদের সহযোদ্ধাদের জন্য ক্ষেত্র প্রস্তুতে প্রাথমিক কাজ করতে।

মোতায়েনকৃত নতুন ব্রিগেড দুটি স্থান-রুদনিনকাই এবং রুকলা- থেকে কার্যক্রম পরিচালনা করবে। এ অভিযানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে। সেনারা মনে করেন জার্মানির এগিয়ে যাওয়ার এবং পশ্চিমা মিত্রদের নিরাপত্তায় ভূমিকা রাখার এটাই সময়।

এ প্রসঙ্গে আরেক জার্মান সেনা পিস্টোরিয়াস বলেন, 'একসঙ্গে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবকিছু করছি জার্মান বাহিনীর সদস্যের লিথুয়ানিয়ায় নিরাপদে আগমন, স্বস্তি বোধ এবং যতটা সম্ভব ভালো পরিস্থিতি নিশ্চিত করতে।'

ভবিষ্যতের এই বাহিনী পুরোপুরি কর্মক্ষম হতে আরও তিন বছর সময় লাগবে। কিন্তু এটা রূপ পাচ্ছে - লিথুয়ানিয়া দ্রুতই জার্মান সেনাদের পরবর্তী দলকে স্বাগত জানাবে: অক্টোবরে আরও অন্তত ১০০ জন পৌঁছাবে আশা করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইউরোপ নিয়ে আরও পড়ুন

নতুন করে চিনা শিক্ষার্থীদের ভিসা নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। নজিরবিহীন ভাবে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই ইস্যুতে কোনও পোস্ট করেননি যুক্তরাষ্ট্র

১৬ ঘণ্টা আগে

গত দুই বছর ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের কারণে দারফুরসহ বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধ চলছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন মাররার প্রত্যন্ত গ্রামে। কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল তাদের

১ দিন আগে

এই বছর ডিসেম্বরে আমাদের ২৩তম শীর্ষ সম্মেলনের জন্য, ১৪০ কোটি ভারতীয় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

২ দিন আগে

স্থানীয় সূত্রগুলো বলছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে নামানো হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

২ দিন আগে