এএফপি প্রতিবেদন

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে গিয়ে রণক্ষেত্রে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

বাংলাদেশ থেকে বেশ কয়েকজনকে চাকরির নানা প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠানোর পরে তাদেরকে হয় ইউক্রেনের রণক্ষেত্রে ছেড়ে দেয়া হয়। আর এরই মধ্যে কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে।

এ অবস্থায় ডজন খানেক বাংলাদেশি পরিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে তাদের সন্তানকে দেশে ফিরিয়ে আনতে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন বলছে, মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায় যে, প্রায় এক ডজন পরিবার তাদের ছেলেদের দেশে ফিরিয়ে আনতে সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারগুলোর অভিযোগ, তাদের ছেলেদের ভুল বুঝিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে।

এমনই একজন যার নাম মোহাম্মদ আকরাম হোসেন যিনি একজন ভুক্তভোগী, তিনি বলেন যে, তিনি ও তার শ্যালক একটি নিয়োগকারী সংস্থায় নাম লিখিয়েছিলেন। তাদের প্রথমে সাইপ্রাসে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে রাশিয়ায় কাজের প্রস্তাব দেওয়া হয়। পরে তারা রাজি হলে রাশিয়ায় নিয়ে তাদের যোগ দেওয়ানো হয় রুশ সেনাবাহিনীতে। তিনি বলেন, ‘আমাদের কোনো ধারণাই ছিল না যে, আমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছাব।’

সম্প্রতি দেশে ফেরা আরেক তরুণ ২৬ বছর বয়সী আকরাম এএফপিকে বলেন, ‘নিয়োগকারী সংস্থা বলেছিল যে, কেবল রাশিয়ার ওয়ার্ক ভিসা পাওয়া যাচ্ছে এবং আমরা তাতেই রাজি হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা কখনোই ভাবিনি যে, আমাদের এভাবে এমন অবস্থায় ফেলা হবে।’

বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। তবে বিগত সরকারের ব্যাপক লুটপাটের কারণে দেশের অর্থনীতির অবস্থা বিগত বেশ কয়েক বছর ধরেই খারাপ ছিল। সর্বশেষ গত বছর, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনের অবসানের পর দেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী আরেকটি পরিবারের সদস্য মোহাম্মদ ইয়াসিন শেখ (২২)। তিনি গত ২৭ মার্চ রুশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় নিহত হন বলে খবর আসে। এর পর থেকে ইয়াসিনের উদ্বিগ্ন স্বজনেরা মস্কোয় বাংলাদেশি কূটনীতিকদের কাছে বার্তা পাঠাচ্ছেন। ইয়াসিনের চাচা আবুল হাশেম জানান, ঈদের সময় ইয়াসিনের এক বন্ধু তাদের ফোন করে এই খবর জানান।

আবুল হাশেম এএফপিকে বলেন, ‘ইয়াসিনের বন্ধু নিজেও রুশ পক্ষে যুদ্ধ করছে। সেও বাংলাদেশি। ঈদের দিন সে আমাদের ফোন করে জানায় যে, ইয়াসিন মারা গেছে। পরে, আমরা এক রুশ কমান্ডারের কাছ থেকে ফোন পাই একই বিষয়ে।’

ইয়াসিন শেখের পরিবার বলছে, তারা তাদের ছেলেকে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ছাড়ার সময় টাকা দিয়েছিলেন। এক দালাল তাকে রাশিয়ায় একটি চীনা কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই কাজ তাকে দেওয়া হয়নি। পরে সে বছরের ডিসেম্বরে ইয়াসিনকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়।

আবুল হাশেম বলেন, ‘তাকে (বিদেশে) পাঠানোর জন্য আমরা অনেক টাকা খরচ করেছি এবং এখন আমরা তার মৃতদেহের জন্য অপেক্ষা করছি। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি, যাতে তার মা শেষবারের মতো তাকে বিদায় জানাতে পারেন—সেই ব্যবস্থা যেন গ্রহণ করে।’

তবে এএফপি অবশ্য এই পরিবারের দাবি যাচাই করতে পারেনি। তবে মস্কোয় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফারহাদ হোসেন জানান, দূতাবাস এই মৃত্যুর খবর সম্পর্কে অবগত। তিনি বলেন, ‘আমরা কয়েক দিন আগে ইয়াসিন শেখের বিষয়ে জানতে পেরেছি এবং বিষয়টি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’

ফরহাদ হোসেন আরও বলেন, দূতাবাস ইয়াসিনের মৃত্যু বা অন্য কোনো বাংলাদেশি হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি এবং মস্কোর কাছ থেকে উত্তরের জন্য অপেক্ষা করছে। তবে হোসেন নিশ্চিত করেছেন যে, অন্যান্য বাংলাদেশিরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, ‘আমরা অভিভাবকদের কাছ থেকে তাদের ছেলেদের সম্পর্কে জানতে চেয়ে অনুরোধ পাচ্ছি এবং এ পর্যন্ত আমরা প্রায় এক ডজন অনুরোধের জবাব দিয়েছি।’

ইউক্রেন যুদ্ধ রুশ সেনাদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে এবং মস্কো যুদ্ধের জন্য আরও সেনা সংগ্রহের জন্য বিশ্বব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়া বা ইউক্রেন কেউই জানায়নি যে, তাদের সেনাবাহিনীতে কতজন বিদেশি নাগরিক কর্মরত আছেন বা তারা কতজনকে যুদ্ধবন্দী হিসেবে ধরে রেখেছে।

ভারত, নেপাল ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দক্ষিণ এশীয় দেশ থেকে আসা সৈন্যদের রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার খবর ইতিমধ্যেই পাওয়া গেছে। তাদেরও কাজের প্রলোভন দেখানো হয়েছিল। এই বিষয়ে ফরহাদ হোসেন এএফপিকে বলেন, ‘রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে, মস্কোর পক্ষে যারা যুদ্ধ করছেন তারা চুক্তি স্বাক্ষর করেছেন, বেতন পাচ্ছেন এবং যুদ্ধের নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হচ্ছেন।’

তবে কতজন বাংলাদেশি, রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে মনে করা হচ্ছে, তা ফরহাদ হোসেন নিশ্চিত করতে পারেননি। যদিও একটি বাংলাদেশি সংবাদপত্র নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, এই সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মানবপাচারের অভিযোগে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ছয়টি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রুশ সেনাবাহিনী থেকে পালিয়ে আসার দাবি করা আকরাম মোহাম্মদ আকরাম হোসেনই প্রথম ব্যক্তি যিনি তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া পাচারকারী চক্র সম্পর্কে বাংলাদেশি পুলিশকে সতর্ক করেন। তিনি জানান, তিনি ১০ জন বাংলাদেশির একটি দলের সঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথমে ওমরাহ ভিসায় সৌদি আরব যান।

আকরাম হোসেন বলেন, ‘সেখানে কয়েক সপ্তাহ থাকার পর আমরা রাশিয়ায় যাই।’ তিনি জানান, এরপর তাকে রাশিয়ায় একটি চুক্তিপত্র দেওয়া হয়। তবে তিনি বুঝতে না পারলেও, অর্থের সংকট থাকায় তাতে স্বাক্ষর করেছিলেন। তিনি বলেন, ‘সেন্ট পিটার্সবার্গ থেকে আমাদের বাসে করে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই আমরা রাত কাটাই। পর দিন, তারা আমাদের কয়েকজনকে সামরিক পোশাক দেয় এবং প্রশিক্ষণের জন্য নিয়ে যায়।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইউরোপ নিয়ে আরও পড়ুন

বিশ্বজুড়ে পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপ। কিন্তু এবার থেকে এই নয়নাভিরাম সৌন্দর্য্যমণ্ডিত ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।

১২ ঘণ্টা আগে

ভাষার সঙ্গে ধর্ম মেলানো ঠিক নয় এবং উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে বিবেচনা করা বাস্তবতা ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটি ‘দুঃখজনক বিচ্যুতি’ বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

১২ ঘণ্টা আগে

দীর্ঘ এক দশক পর মালয়েশিয়ায় তিন দিনের সফরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কুয়ালালামপুরে পৌঁছান। এই সফরটি স্পষ্ট বার্তা দিচ্ছে—চীনই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার।

১৩ ঘণ্টা আগে

ভারতের ১৭০টি মাদ্রাসা বন্ধে করে দেওয়া হয়েছে। আর এমন পদক্ষেপ নেওয়ায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামির ওপর ক্ষোভ ঝাড়ল কংগ্রেস।

১৩ ঘণ্টা আগে