প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫

প্রবাসীদের এক রঙিন মিলনমেলা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

প্যারিসে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হলো ইউরোপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ-এর গৌরবময় ১০ বছর পূর্তি ও বহুল প্রতীক্ষিত কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫। প্রবাসীদের উচ্ছ্বাস, সম্মাননা এবং সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় সন্ধ্যায়।

প্যারিসের একটি অভিজাত হলে অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দেন ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহরের সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলা।

উদ্‌বোধনী বক্তব্যে সম্পাদক শামসুল ইসলাম বলেন, “দশ বছরে আমরা প্রবাসীদের কথা বলেছি, তাঁদের সাফল্য তুলে ধরেছি এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। এই যাত্রা ভবিষ্যতেও চলবে।”

অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্কটল্যান্ডের পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ড এত বিশিষ্ট সাংবাদিক মোহাজ্জেম হোসেন, শিক্ষাবিদ ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফ্রান্স দর্পণের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক খান,ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স দর্পণের উপদেষ্টা শাহিন আরমান চৌধুরী, মামুন মিয়া ওবায়দুল্লাহ কয়েস , জুনেদ আহমেদ,মুহিব আহমেদ, এস এম মিল্টন সরকার, আহমেদ মালেক প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠকদের উপস্থিতি প্রবাসী কমিউনিটিকে একত্রিত করে।

1

কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মাননা পান বদরুল বিন হারুন (ইসলামি ও নৈতিকতা শিক্ষা), বিসিএফ (বর্ষসেরা সামাজিক সংগঠন), সৈয়দা তাওফিকা সাহেদ ( বর্ষসেরা নারী অধিকার কর্মী ), মো. ফেরদৌস রহমান (বর্ষসেরা ব্যবসায়ী উদ্যোক্তা) এবং নাজিবুল্লাহ পিয়াস (বর্ষসেরা ক্রীড়াবিদ)। পুরস্কারপ্রাপ্তরা জানান, এই স্বীকৃতি তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সোবাহান, শহীদ চৌধুরী ও উপস্থিত সকল সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আগত সকল নারী শিশু ও অথিতিবৃন্দকে নিয়ে ফ্রান্স দর্পণের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন প্রিয়ন্তি, মৌসুমি চক্রবর্তী ও গৌতম রায়। যা দর্শকদের মন ছুঁয়ে যায়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফেরদৌস করিম আখঞ্জী, যিনি বলেন, “ফ্রান্স দর্পণ শুধু সংবাদমাধ্যম নয়, প্রবাসীদের হৃদয়ের কণ্ঠস্বর হয়ে থাকবে।”

এই উদ্‌যাপন প্রবাসী কমিউনিটির ঐক্য, গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইউরোপ নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১৫ ঘণ্টা আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

১৬ ঘণ্টা আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১৮ ঘণ্টা আগে