জরুরি সম্মেলনে বসছেন ইউরোপীয় নেতারা

রাশিয়া-ইউক্রেন ইস্যু

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দেওয়া হতে পারে, যা নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন। খবর বিবিসির

প্যারিসে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের অংশ নেওয়ার কথা রয়েছে। স্টারমার বলেন, ‘আমেরিকার সঙ্গে কাজ করে ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং রাশিয়া থেকে আসা হুমকি মোকাবিলা করার ক্ষেত্রে ইউরোপকে অবশ্যই ন্যাটোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।’

স্টারমার মনে করেন, তাঁর ভূমিকা হবে আমেরিকা ও ইউরোপকে একত্রিত করা, যাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যায়। এই মাসের শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের মতামত নিয়ে আলোচনা করার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

স্যার কিয়ার স্টারমার আমেরিকা থেকে ফিরে এলে ইউরোপীয় নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত থাকবেন।

এর আগে ইউক্রেনে মার্কিন বিশেষ দূত কেইথ কেলগ জানান, যুদ্ধ শেষ করার বিষয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হবে। তবে আমেরিকা ও রাশিয়ার আলোচনায় ইউক্রেন অংশ নেবে না।

আগামী কয়েক দিনের মধ্যে আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সৌদি আরবে ওই আলোচনায় অংশ নিতে পারেন। তবে ইউক্রেনবিষয়ক মার্কিন দূত কেইথ কেলগ এতে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইউরোপ নিয়ে আরও পড়ুন

ভারতে এবার এক ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন। তিনি দিল্লির একটি হোটেলে ধর্ষিত হন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১ দিন আগে

যুক্তরাজ্য সরকার নতুন ভিসানীতি বাস্তবায়ন করেছে, যা স্বাস্থ্যসেবা প্রদানকারী, ওয়ার্ক পার‌মিট, নির্ভরশীল ও শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে।

১ দিন আগে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এক প্রতিবেদনে জিও নিউজ এ তথ্য জানায়।

২ দিন আগে

পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়েছে। এ সময় হামলায় ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।

৩ দিন আগে