পাকিস্থানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার ভারতের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিদুঁর’-এ তেলআবিবের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যৌথভাবে তৈরি বারাক-৮ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরাইলি হার্পি ড্রোন পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

চার দিনব্যাপী এ সংঘর্ষের সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারতের হামলার মধ্য দিয়ে।

পাল্টা জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’, যেখানে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালসহ) ও বহু ড্রোন ভূপাতিত হয়। ৮৭ ঘণ্টার সংঘাত শেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

নেতানিয়াহু এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানান, তিনি ইসরাইলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং-এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছেন এবং পরে শীর্ষ ভারতীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেছেন।

তার ভাষায়, ‘আমরা আগে যা সরবরাহ করেছি, তা মাঠে খুব ভালো কাজ করেছে… আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি।’

এদিকে, মুম্বাইয়ে ইসরাইলের কনসাল জেনারেল কোবি শোশানি ‘অপারেশন সিদুঁর’-কে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে তাতে গর্ব প্রকাশ করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

নতুন করে চিনা শিক্ষার্থীদের ভিসা নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। নজিরবিহীন ভাবে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই ইস্যুতে কোনও পোস্ট করেননি যুক্তরাষ্ট্র

১৬ ঘণ্টা আগে

গত দুই বছর ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের কারণে দারফুরসহ বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধ চলছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন মাররার প্রত্যন্ত গ্রামে। কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল তাদের

১ দিন আগে

এই বছর ডিসেম্বরে আমাদের ২৩তম শীর্ষ সম্মেলনের জন্য, ১৪০ কোটি ভারতীয় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

২ দিন আগে

স্থানীয় সূত্রগুলো বলছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে নামানো হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

২ দিন আগে