শ্বাসরোধে হত্যার পর মরদেহ করা হয় টুকরো টুকরো

রচনা হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৬: ৩৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই ভয়াবহ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ভুক্তভোগি নারীর নাম রচনা যাদব।

এ ঘটনায় জড়িত সাবেক পঞ্চায়েত প্রধান সঞ্জয় পটেল ও তার ভাতিজা সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত দীপকের খোঁজ চলছে।

পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি জানিয়েছেন, রচনার দেহের বেশ কিছু অংশ উদ্ধার করা হলেও তার মাথা ও পা এখনও মেলেনি। তদন্তে জানা গেছে, মাহেওয়া গ্রামের বাসিন্দা ৩৫ বছরের রচনা গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন।

জানা গেছে, প্রায় দুই বছর ধরে সঞ্জয় পটেলের সঙ্গে রচনার সম্পর্ক ছিল। বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে সঞ্জয়ের কাজ থেকে টাকাও নেয় সে। কিন্তু বিয়েতে রাজি হয়নি। এজন্য ক্ষুব্ধ হয়ে সঞ্জয় তার ভাতিজা ও বন্ধুকে নিয়ে খুনের পরিকল্পনা করেন।

গত ৯ আগস্ট গাড়িতে ঘোরার নামম করে অভিযুক্ত তিনজন রচনাকে বাইরে নিয়ে যায়। তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় তারা।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে রচনার পরিবার খোঁজাখুঁজি করছিল। কিশোরপুরার একটি কুয়ো থেকে দেহাংশ উদ্ধারের পর রহস্য বের হয়ে আসে। বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।

দেহের টুকরো কিছু অংশ পাওয়া গেলেও মাথা হাত ও পা পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এগুলো রায়বন নদীতে ফেলে দেওয়া হয়েছে ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

নতুন করে চিনা শিক্ষার্থীদের ভিসা নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। নজিরবিহীন ভাবে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই ইস্যুতে কোনও পোস্ট করেননি যুক্তরাষ্ট্র

১৬ ঘণ্টা আগে

গত দুই বছর ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের কারণে দারফুরসহ বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধ চলছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন মাররার প্রত্যন্ত গ্রামে। কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল তাদের

১ দিন আগে

এই বছর ডিসেম্বরে আমাদের ২৩তম শীর্ষ সম্মেলনের জন্য, ১৪০ কোটি ভারতীয় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

২ দিন আগে

স্থানীয় সূত্রগুলো বলছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে নামানো হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

২ দিন আগে