পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক নিহত,দাবি ভারতের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি।

এর আগে বুধবার ভারত সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান তিনি। একইসঙ্গে পাকিস্তান পাল্টা হামলা করলে আরও জোড়ালোভাবে ভারত প্রতিক্রিয়া জানাবে বলে রাজনাথ সতর্ক করেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিন্দুর একটি ‘চলমান অভিযান উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত আর কোনো হামলা চালাতে চায় না। তবে পাকিস্তান হামলা করলে ভারত আবারও পাল্টা আক্রমণ করবে।’

এনডিটিভি বলছে, এদিন সন্ত্রাসীদের টার্গেট করে হামলায় ভারত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতারা। বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের বৈঠকে এই সমর্থন জানানো হয়। বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান ভারতের প্রধান বিরোধ দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

প্রতিবেদনে বলা হয়, কঠিন এই পরিস্থিতিতে দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা বিরোধী দলগুলোর প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

২ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

২ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

২ দিন আগে