অনিল আম্বানি ও তার কোম্পানির বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শিল্পপতি অনিল আম্বানি ও তার কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশন্স লিমিটেডের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে ভারতের ফেডারেল তদন্তকারী সংস্থা। শনিবার (২৩ আগস্ট) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর : রয়টার্সের

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) অভিযোগ করেছে, ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি ও রিলায়েন্স কমিউনিকেশন্স ব্যাংকটির সঙ্গে ৩০ বিলিয়ন ভারতীয় রুপি (প্রায় ৩৪৪০ কোটি টাকা) প্রতারণা করেছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো মুম্বাইয়ে অনিল আম্বানির বাড়ি ও বর্তমানে দেউলিয়া হয়ে যাওয়া রিলায়েন্স কমিউনিকেশন্সের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে।

এসবিআইয়ের অভিযোগ, অনিল আম্বানি এবং তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস ঋণের শর্ত ভঙ্গ করে লেনদেন করেছিল। ফলে ব্যাংকের অর্থের ‘অপব্যবহার’ হয়েছিল। অনিলের এমন কর্মকাণ্ডের জেরে এসবিআইয়ের ২৯ দশমিক ২৯ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মামলার পর রিলায়েন্স কমিউনিকেশনস-সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিস্তারিত তদন্তের’ মাধ্যমে এসবিআইয়ের অভিযোগ খতিয়ে দেখা হবে।

তবে এসবিআইয়ের অভিযোগ নাকচ করে দিয়েছেন অনিলের মুখপাত্র। তিনি বলেন, ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যে অভিযোগ এনেছে, তা ১০ বছরের বেশি আগের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সে সময় প্রতিষ্ঠানের (রিলায়েন্স) নিত্যদিনের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন না অনিল আম্বানি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

নতুন করে চিনা শিক্ষার্থীদের ভিসা নয়। প্রবল সমালোচনার মুখে পড়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। নজিরবিহীন ভাবে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এই ইস্যুতে কোনও পোস্ট করেননি যুক্তরাষ্ট্র

১৬ ঘণ্টা আগে

গত দুই বছর ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের কারণে দারফুরসহ বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধ চলছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন মাররার প্রত্যন্ত গ্রামে। কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল তাদের

১ দিন আগে

এই বছর ডিসেম্বরে আমাদের ২৩তম শীর্ষ সম্মেলনের জন্য, ১৪০ কোটি ভারতীয় আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে

২ দিন আগে

স্থানীয় সূত্রগুলো বলছেন, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে নামানো হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

২ দিন আগে