আটকা পড়েছেন অনেকেই

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, উদ্ধার ১৪

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয় ১৪ জনকে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে আছেন। খবর অনলাইন এনডিটিভির।

এ বিষয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে। তিনি বলেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। চারজন মারা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে, মিঃ লাম্বা তদন্ত ছাড়া কিছু ব অলা যাবে না বলে মন্তব্য করেন।

এদিকে আহতদেরকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বিভাগীয় দমকল কর্মকর্তা রাজেন্দ্র আটওয়াল।

তিনি বলেন, রাত ২:৫০টা নাগাদ তারা ঘটনাটি সম্পর্কে ফোন পান। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি পুরো ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে।

পরে খবর পেয়ে এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

দিল্লির বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কয়েক ঘন্টা পরেই বাড়ি ধসের ঘটনাটি জানা যায়।

এর আগে, গত সপ্তাহে মধু বিহারের কাছে তীব্র ধুলোঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ফলে একজন নিহত এবং আরও দু’জন আহত হন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

গাজায় ইসরায়েলের হামলার সময় গ্রেপ্তার এক ফিলিস্তিনি বন্দীর ওপর সৈন্যদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ফৌজদারি তদন্তের পর শুক্রবার (৩১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা ইয়িফাত টোমার-ইয়েরুশালমি পদত্যাগ করেছেন

১০ ঘণ্টা আগে

সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে

১৩ ঘণ্টা আগে

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে

১৪ ঘণ্টা আগে

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

২ দিন আগে