ভারত-পাকিস্তান সংঘাত; কোনদিকে যাবেন বিশ্ব মোড়লরা?

প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
Thumbnail image

পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারতের ক্ষেপনাস্ত্র হামলা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত। অপরদিকে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের একটি এলাকায় কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের ৫টি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

গত ২২শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলা চালানো হলো।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত, এবং হামলায় দুইজন শিশুসহ এ পর্যন্ত মোট আট জন নিহত হয়েছেন। যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম হতাহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছে।

এদিকে, 'অপারেশন সিন্দুর' নাম দিয়ে চালানো এই হামলায় 'সন্ত্রাসী স্থাপনা'কে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত।

যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখান থেকে ভারতের ওপরে 'সন্ত্রাসী' হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করেছে। পাকিস্তানের কোনও সামরিক স্থাপনায় হামলা চালানো হয় নি বলে দাবি করেছে দেশটি।

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তারা সময়মতো এ হামলার জবাব দেবে। তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

এদিকে, পাকিস্তানে হামলার ঘটনাকে সহজভাবে নেয়নি বিশ্ব মোড়লরা। উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তরিও গুতেরেস। মহাসচিব দুই দেশকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এ হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, "আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক।" হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে চিনও।

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে আশপাশের দেশগুলোতেও। সংঘাত কি আরও ভয়ানক রূপ নেবে? এমন আলোচনাই এখন সর্বত্র।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

বিতর্কের সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস কংগ্রেস সেবা দলের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বৃটিশ আমলে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ অক্টোবর) রাতে ঘোষণা করেছেন, দেশটি আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে

১ দিন আগে

৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে এবং সরকারি স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতিতে ভয়াবহ বন্যায় আরও ২০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন শিশু

১ দিন আগে

অস্ত্রবিরতি পুনরায় কার্যকর করার দাবি জানিয়েও নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ

১ দিন আগে