ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: ফাইল

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, গতকাল রোববার (১০ আগস্ট) গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন আল জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আল-শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
আল-শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত খবর পরিবেশন করছিলেন। তিনি আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুতে ইসরায়েলি হামলার শিকার হয়ে মারা যান।
নিহত হওয়ার কিছুক্ষণ আগে আল-শরীফ এক্স-এ (সাবেক টুইটার) লিখেছিলেন যে ইসরায়েল গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। তাঁর শেষ ভিডিওতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, যেখানে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।
আল-শরীফকে হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। তারা দাবি করেছে, এই ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার 'সুনির্দিষ্ট প্রমাণ' তাদের কাছে আছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল জাজিরাকে জানান, আল-শরীফের সহিংস কার্যকলাপে জড়িত থাকার 'কোনো ধরনের প্রমাণ নেই'। তিনি বলেন, 'সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিলো তাঁর প্রতিদিনের রুটিন।'

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারা বরাবরই কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান একে গণহত্যা আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন

১৭ ঘণ্টা আগে

রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প। সেই জন্য ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন। রায়ে আপিল আদালত বলেছেন, আগামী ১৪ অক্টোবরের পর এই রায় কার্যকর হবে

১৮ ঘণ্টা আগে

এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এসেছে, যখন ফ্রান্সের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে। এবং এ পদক্ষেপের বিরোধিতা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন

২০ ঘণ্টা আগে

দীর্ঘদিন ধরেই এই তিন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও পশ্চিমাদের ওপর ক্ষোভ ও স্বার্থের কারণে এবার তারা একসঙ্গে শক্তি প্রদর্শনে নামছেন। বিশেষজ্ঞদের মতে, তাদের আসন্ন বৈঠক কেবল প্রতীকী সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বিশ্ব রাজনীতির পালাবদলের ইঙ্গিত বহন করছে

২ দিন আগে