ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দন বন্ধ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ইয়েমেনের কিছু অংশে বিমান হামলার সতর্কতা জারির পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি তেলআবিবের গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশপাশের এলাকাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। এ হামলার পরপরই বেন-গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানায় টাইমস অব ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী রোববার ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের এ ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম এলাকা, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং ডেড সি-এর কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয়। ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রের একটি অংশ পশ্চিম তীরের দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকায় পড়ে থাকার খবর পাওয়া যায়।

গত চার দিনের মধ্যে এটি তৃতীয় এবং গত রোববারের পর এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা বলেও জানিয়েছে ইসরাইল।

চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন-গুরিয়ন বিমানবন্দরের মাঠে আঘাত হানে। যার ফলে সেখানে প্রায় ৩০ ফুটের মতো গর্ত সৃষ্টি হয় এবং ৬ জন আহত হয়।

এদিকে আল-মায়াদিন ও মেহের নিউজ জানিয়েছে, রোববারের এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখনো পর্যন্ত ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

গত কয়েক সপ্তাহে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের গাজা আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ইসরাইলি বাহিনী বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করলেও হামলাগুলো দেশটির নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ তৈরি করছে।

এ ধরনের নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা ও ইসরাইলি বিমানবন্দরের ফ্লাইট স্থগিত হওয়ার ঘটনা ইঙ্গিত করে যে, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নয়। বরং তা এক ভয়ানক আঞ্চলিক রূপ নিচ্ছে। ইয়েমেন, ইরান, লেবানন ও ইসরাইল—সবগুলো পক্ষের পদক্ষেপ এখন খুবই স্পর্শকাতর। পরিস্থিতি যেকোনো সময় আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে একাট্টা হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন

১৪ ঘণ্টা আগে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠছে।

১৬ ঘণ্টা আগে

সাম্প্রতিক সময়ে কিছু অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা প্রদানের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ ও গভীর পর্যালোচনার জন্য এই বিরতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি কিছু ফিলিস্তিনি অধিকার সংস্থা থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে

১৬ ঘণ্টা আগে

দেশটির অন্যতম দরিদ্র এলাকা সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এই সংঘর্ষটি ঘটেছে। এখানে নিরাপত্তা বাহিনী ও বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, সুন্নি চরমপন্থী গ্রুপ ও মাদক পাচারকারীদের মধ্যে নিয়মিত সহিংসতা ঘটে থাকে

১৬ ঘণ্টা আগে