নিজস্ব প্রতিবেদক

চুক্তিটি ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস–এর সঙ্গে সম্পাদিত হয়েছে, যা দেশটির প্রতিরক্ষা খাতে এখন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও গত মাসে এলবিট বড় অংকের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল, তখন ক্রেতা রাষ্ট্রের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক অনুসন্ধানে ফরাসি সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে—রহস্যময় সেই ক্রেতা ছিল সংযুক্ত আরব আমিরাত।
এই চুক্তির আওতায় আরব আমিরাত সংগ্রহ করছে এলবিটের তৈরি অত্যাধুনিক ‘জে-মিউজিক (J-MUSIC)’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। লেজার প্রযুক্তিনির্ভর এই সিস্টেমটি শত্রু ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করে আকাশপথে বিমান ও সামরিক স্থাপনাকে সুরক্ষা দিতে সক্ষম।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই স্পর্শকাতর প্রতিরক্ষা প্রযুক্তি যৌথ উদ্যোগে আমিরাতের ভেতরেই উৎপাদন করা হবে। ইতোমধ্যে ইসরায়েল সরকার স্থানীয় উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় আট বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’–এর পর থেকেই আবুধাবি ও তেলআবিবের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এলবিট সিস্টেমস ইতোমধ্যে আমিরাতে তাদের ব্যবসা বিস্তার করেছে, যা দুই দেশের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তবে সামরিক গোপনীয়তা ও প্রযুক্তিগত সংবেদনশীলতার কারণে চুক্তির বহু তথ্য এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবুও এত বড় অংকের এই অস্ত্র চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এদিকে এই গোপন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক মানবাধিকার সংগঠন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম আশঙ্কা প্রকাশ করে বলেছে, এমন উন্নত সামরিক প্রযুক্তি ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।
বিশ্বজুড়ে আলোচনা চললেও এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই চুক্তি বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চুক্তিটি ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস–এর সঙ্গে সম্পাদিত হয়েছে, যা দেশটির প্রতিরক্ষা খাতে এখন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও গত মাসে এলবিট বড় অংকের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল, তখন ক্রেতা রাষ্ট্রের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক অনুসন্ধানে ফরাসি সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে—রহস্যময় সেই ক্রেতা ছিল সংযুক্ত আরব আমিরাত।
এই চুক্তির আওতায় আরব আমিরাত সংগ্রহ করছে এলবিটের তৈরি অত্যাধুনিক ‘জে-মিউজিক (J-MUSIC)’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। লেজার প্রযুক্তিনির্ভর এই সিস্টেমটি শত্রু ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করে আকাশপথে বিমান ও সামরিক স্থাপনাকে সুরক্ষা দিতে সক্ষম।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই স্পর্শকাতর প্রতিরক্ষা প্রযুক্তি যৌথ উদ্যোগে আমিরাতের ভেতরেই উৎপাদন করা হবে। ইতোমধ্যে ইসরায়েল সরকার স্থানীয় উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় আট বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’–এর পর থেকেই আবুধাবি ও তেলআবিবের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এলবিট সিস্টেমস ইতোমধ্যে আমিরাতে তাদের ব্যবসা বিস্তার করেছে, যা দুই দেশের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তবে সামরিক গোপনীয়তা ও প্রযুক্তিগত সংবেদনশীলতার কারণে চুক্তির বহু তথ্য এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবুও এত বড় অংকের এই অস্ত্র চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এদিকে এই গোপন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক মানবাধিকার সংগঠন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম আশঙ্কা প্রকাশ করে বলেছে, এমন উন্নত সামরিক প্রযুক্তি ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।
বিশ্বজুড়ে আলোচনা চললেও এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই চুক্তি বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।
২ দিন আগে
দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।
৫ দিন আগে
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।
৬ দিন আগেমধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পন্ন হওয়া এক বিশাল সামরিক অস্ত্র চুক্তি। ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন-এর বরাতে জানা গেছে, প্রায় ২৩০ কোটি ডলার মূল্যের এই চুক্তিটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।
দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।