তীব্র গরমে হজ পালনে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

প্রতিনিধি
সৌদি আরব
Thumbnail image

চলতি বছর আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতার দিন ৫ জুন ঘোষণা করেছে সৌদি সরকার অর্থাৎ গ্রীষ্মের ঠিক শুরুতে। ইতোমধ্যে মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লীরা।

বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবে তীব্র গরমে হয়ে আসছে হজের আনুষ্ঠানিকতা। গেল বছর সর্বোচ্চ ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ উঠতে দেখেছিলেন হাজিরা। প্রচণ্ড গরমে মৃত্যু হয় এক হাজারের বেশি হজযাত্রীর।

তবে তীব্র গরমের মধ্যে পবিত্র হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে হজযাত্রীদের সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা তো থাকছেই; চলতি বছর খুতবাও হবে সংক্ষিপ্ত। প্রশাসনের তরফ থেকে যতোই ব্যবস্থা নেয়া হোক না কেন; চিকিৎসকরা বলছেন, খরতাপে সুস্থভাবে হজ শেষ করতে ব্যক্তিগত প্রস্তুতি জরুরি।

স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে মক্কা নগরীতে, হজের অনুমতি ছাড়া কোন ব্যক্তিকে মক্কা নগরীতে ঢুকতে দেওয়া হবে না।

হাবের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ জানান, সৌদি আরব প্রতি বছর হজে প্রচণ্ড গরমের মুখোমুখি হয়, তাই সেখানে হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থা গ্রহণ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ, তাপমাত্রা পর্যবেক্ষণ এবং জরুরি সেবা দ্রুত সরবরাহে সহায়তা করা হয়। পাশাপাশি অতিরিক্ত ছায়ার ব্যবস্থা এবং উন্নত ঠান্ডা করার যন্ত্র ব্যবহার করে তাপমাত্রা কমানো হয় যাতে হজযাত্রীরা আরামদায়কভাবে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

দেশজুড়ে দীর্ঘ সময় ধরে চলা জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির জান্তা সরকার জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরিকল্পনাও জোরদার করা হয়েছে।

১ দিন আগে

ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা বৃহস্পতিবার (৩১ জুলাই) নেপাল থেকে এ চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন।

২ দিন আগে

গত ২৮ জুলাই কানাডার মন্ট্রিয়ালের লে প্লাটো এলাকায় অবস্থিত লে ভিওলোন নামের অভিজাত রেস্তোরাঁয় এই জুটিকে একান্তে সময় কাটাতে দেখা যায়। রেস্তোরাঁটি বর্তমানে কানাডার সেরা ১০০ রেস্তোরাঁর তালিকায় ১১তম স্থানে আছে

৩ দিন আগে

সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে দেশটির সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে। সরকারি দলেই এ বিষয়ে চাপ বাড়ছিল, পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থি বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়

৩ দিন আগে