ইসরায়েলি ২ যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সেই সঙ্গে এক ইসরায়েলি নারী পাইলটকেও আটকের দাবি করেছে দেশটি।

স্থানীয় সময় শুক্রবার রাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রায়াত্ব বার্তাসংস্থা তাসনিম নিউজ ।

তবে ইরানের এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচে আদ্রি দাবি করেছেন, তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং কোনো নারী পাইলটও আটক হননি।

এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইরানি সংবাদমাধ্যম মিথ্যা কথা বলছে। তবে তার এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

গতকাল শুক্রবার ভোরে তেহরানের বেশ কয়েকটি আবাসিক এলাকা এবং ইরানের অন্যান্য অংশে হামলা চালায় ইসরায়েল। নৃশংস এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

এই হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ এবং কমপক্ষে ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী।

ইসরায়েলের হামলার জবাবে ইরানি সামরিক বাহিনী শুক্রবার ইসরায়েলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর নতুন করে শনিবার (১৪ জুন) রাতে ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

দেশজুড়ে দীর্ঘ সময় ধরে চলা জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির জান্তা সরকার জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরিকল্পনাও জোরদার করা হয়েছে।

১ দিন আগে

ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা বৃহস্পতিবার (৩১ জুলাই) নেপাল থেকে এ চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন।

২ দিন আগে

গত ২৮ জুলাই কানাডার মন্ট্রিয়ালের লে প্লাটো এলাকায় অবস্থিত লে ভিওলোন নামের অভিজাত রেস্তোরাঁয় এই জুটিকে একান্তে সময় কাটাতে দেখা যায়। রেস্তোরাঁটি বর্তমানে কানাডার সেরা ১০০ রেস্তোরাঁর তালিকায় ১১তম স্থানে আছে

৩ দিন আগে

সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে দেশটির সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে। সরকারি দলেই এ বিষয়ে চাপ বাড়ছিল, পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থি বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়

৩ দিন আগে