ইরানের সিস্তানে আট পাকিস্তানিকে গুলি করে হত্যা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

ইরানের সীমান্তবর্তী অঞ্চলে সিস্তান প্রদেশে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় নিহত হায়েছেন আটজন নিরীহ পাকিস্তানি মোটর মেকানিক। এই ঘটনায় কেবল দুই দেশের মানুষ নয়, সমগ্র মানবসভ্যতাই যেন শোকাহত ও ক্ষুব্ধ।

এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের এমন নিরাপত্তাহীনতার বিষয়টি দাঁড়িয়েছে গভীর উদ্বেগের পর্যায়ে।

রোববার (১৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইরান-পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান প্রদেশে রাতের অন্ধকারে একটি স্থানীয় গ্যারেজে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ছিলেন এবং গাড়ির রঙ, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ ও তার ছেলে নাঈম, এছাড়াও জাফর, দানিশ, নাসিরসহ আরও কয়েকজন।

এদিকে এ হত্যাকাণ্ডের ফলে স্থানীয়ভাবে চরম আতঙ্ক বিরাজ করছে জনমনে।

ঘটনার বিবরণে দেখা যায়, বন্দুকধারীরা গ্যারেজে ঢুকে প্রথমে শ্রমিকদের হাত বেঁধে ফেলে এবং এরপর গুলি চালিয়ে সবাইকে হত্যা করে। পরে সবাই ঘটনাস্থলেই মারা যান। ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকায় পৌঁছে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং লাশ উদ্ধার করে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং হামলাকারীরা এখনো শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলা কোনো পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হতে পারে। ইরান ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ঘটনায় তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতদের পরিচয় শনাক্ত ও প্রক্রিয়াগত কাজ শুরু করেন। দূতাবাসের একজন মুখপাত্র জানান, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন এবং নিহতদের পরিবারের জন্য বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এর আগেও, ২০২৪ সালের জানুয়ারিতে একই অঞ্চলে আরেকটি হামলায় নয়জন পাকিস্তানি শ্রমিক নিহত হন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

তথ্যসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে একটি আইনি সহায়তা সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করেছে।

১১ মিনিট আগে

ইসরায়েল-গাজা যুদ্ধ ইস্যুতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনে হোয়াইট হাউসের শর্ত পূরণে অস্বীকৃতি জানানোর কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২ দশমিক ২ বিলিয়ন (২২০ কোটি) ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

১ ঘণ্টা আগে

অবরুদ্ধ গাজা উপত্যকায় যেন কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিলে গত ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনির নাম যুক্ত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন।

৪ ঘণ্টা আগে

বিশ্বে দীর্ঘ সময় ধরে চলা সবচেয়ে সহিংস সংঘাতগুলোর মধ্যে একটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ওপর চলমান জুলুম নির্যাতনের বিরুদ্ধে সংহতি ও সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামছেন সারা বিশ্বের ন্যায়পরায়ণ মানুষ।

১৯ ঘণ্টা আগে