হামাস নেতা সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে ?

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে নিশানা করে হামালা করেছে ইসরাইল। বুধবার (১৪ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিসের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের গাজা শাখার নেতা মুহাম্মদ সিনওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত না করলেও জানিয়েছে, হামাসের একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ইউরোপিয়ান হাসপাতালের নিচে অবস্থিত ছিল।

হামলার পরপরই প্রকাশিত ফুটেজে দেখা যায়, হাসপাতালে আশেপাশের এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং ইসরায়েলি যুদ্ধবিমান থেকে একের পর এক ভারী বোমা ফেলা হচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, হামলার প্রভাবে মাটির নিচে সুড়ঙ্গপথের অস্তিত্ব উন্মোচিত হয়েছে, যদিও সেখানে একটি স্কুলের ছবি দেখা যায়, হাসপাতালের নয়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৬ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।

হামলার কয়েক ঘণ্টা পর, উত্তরের গাজা থেকে তিনটি রকেট ইসরায়েলের আশকেলন এবং সদেরোটের দিকে ছোড়া হয়। আইডিএফ জানায়, এর মধ্যে দুটি রকেট প্রতিরোধ করা হয়েছে এবং একটি খোলা এলাকায় আঘাত করেছে। এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শাখা ইসলামিক জিহাদ।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, মুহাম্মদ সিনওয়ারকে হত্যার প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী, যদি সিনওয়ার ওই সুড়ঙ্গপথে থাকতেন, তাহলে তিনি নিহত হয়ে থাকতে পারেন।

মোহাম্মদ ইব্রাহিম হাসান সিনওয়ার একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ এবং হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের একজন প্রভাবশালী নেতা। তিনি গাজা উপত্যকায় হামাসের নেতৃত্বে রয়েছেন এবং ২০২৪ সালের অক্টোবরে তার বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে একাট্টা হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন

১৪ ঘণ্টা আগে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠছে।

১৬ ঘণ্টা আগে

সাম্প্রতিক সময়ে কিছু অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা প্রদানের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ ও গভীর পর্যালোচনার জন্য এই বিরতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি কিছু ফিলিস্তিনি অধিকার সংস্থা থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে

১৬ ঘণ্টা আগে

দেশটির অন্যতম দরিদ্র এলাকা সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এই সংঘর্ষটি ঘটেছে। এখানে নিরাপত্তা বাহিনী ও বেলুচ সংখ্যালঘু বিদ্রোহী, সুন্নি চরমপন্থী গ্রুপ ও মাদক পাচারকারীদের মধ্যে নিয়মিত সহিংসতা ঘটে থাকে

১৬ ঘণ্টা আগে