৩ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৬: ৪৬
Thumbnail image
ছবি : এএফপি

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে প্রতিবেশী দেশ মিশরে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলের কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এসব সরঞ্জামের মধ্যে আছে বিপুল পরিমাণ গোলাবারুদ, বুলডোজার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। ইসরায়েল অতীতে ঘনবসতিপূর্ণ গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে এসব অস্ত্র, গোলাবারুদ ও বুলডোজার ব্যবহার করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের কাছে ২ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারের বোমার খোল ও ওয়ারহেড, ৬৭৫ দশমিক ৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমার খোল ও নির্দেশনা কিট এবং ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে।

পররাষ্ট্র দপ্তরের মতে, তিনটি পৃথক বিক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি ২.০৪ বিলিয়ন ডলারের ৩৫,৫২৯ এমকে ৮৪, বিএলইউ-১১৭ ভারী বোমা এবং ৪ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেডের জন্য। এগুলো আগামী বছর সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে নভেম্বরে এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজা উপত্যকায় ঘরবাড়ি ধ্বংস করার জন্য বাইডেন প্রশাসন ডি৯ বুলডোজার বিক্রি স্থগিত রেখেছে। তবে সে সময় আইডিএফ দাবি করেছিল, হামাস এই বুলডোজার ব্যবহার করে।

ডিএসসিএ জানিয়েছে, রুবিও একটি জরুরি অবস্থা বিদ্যমান থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েল সরকারের কাছে উপরোক্ত প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করার প্রয়োজনীয়তা নির্ধারণ এবং বিস্তারিত যুক্তি প্রদান করেছেন।

এতে বলা হয়েছে, এর ফলে কংগ্রেস কর্তৃক অনুমোদিত এই ধরনের বিক্রয়ের স্বাভাবিক প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাওয়া যায়।

মার্কিন প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘প্রস্তাবিত বিক্রয় ‘বর্তমান এবং ভবিষ্যতের হুমকি’ মোকাবিলায় ইসরায়েলের ক্ষমতা উন্নত, প্রতিরক্ষা জোরদার এবং আঞ্চলিক হুমকির প্রতি প্রতিরোধক হিসেবে কাজ করবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া ও সাউথইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কোঅপারেশন কনফারেন্স যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

৯ ঘণ্টা আগে

মধ্য আফ্রিকার এই দেশটিতে নৌকাডুবির ঘটনা ক্রমশ ঘন ঘন হয়ে উঠছে। সস্তা কাঠের নৌকাগুলো মাঝে মাঝেই যাত্রী এবং পণ্যের ভারে মাঝ নদীতে ডুবে যায়। লাইফ জ্যাকেট সেখানে বিরল

১৪ ঘণ্টা আগে

আরব লিগও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। গত জুলাইয়ে ১৭টি দেশ এটিতে স্বাক্ষর করেছিল। প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজার যুদ্ধ বন্ধ করা জরুরি এবং হামাসকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অস্ত্র হস্তান্তর করতে হবে

১৬ ঘণ্টা আগে

শক্তিশালী এই ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। সেই সঙ্গে সকল জরুরি পরিষেবাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনও গুরুতর ক্ষয়ক্ষতির কোন তথ্য মেলেনি। তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে

১৬ ঘণ্টা আগে