ট্রাম্পকে বোঝানোর চেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ১৫
Thumbnail image
টেড্রোস আধানম গেব্রিয়েসুস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। কভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর ভূমিকার কট্টর সমালোচক ছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই সোমবার (৩ ফেব্রুয়ারি) ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে বলেছেন, 'বিশ্ব স্বাস্থ্য আমাদের ঠকিয়েছে।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস । সোমবার এ বিষয়ে তিনি ট্রাম্পের দাবি খণ্ডন করেন।

যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওর সবচেয়ে বড় দাতা দেশ। তাদের বের হয়ে যাওয়া সংস্থাটির বাজেট ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

টেড্রোস তার বক্তব্যে বলেন, আমরা এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছি। আশা করছি, যুক্তরাষ্ট্র এটি পুনর্বিবেচনা করবে। গত সাত বছরে ডব্লিউএইচও তার ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার বাস্তবায়ন করেছে।

ট্রাম্পের অভিযোগ ছিল, ডব্লিউএইচও জরুরি সংস্কার গ্রহণে ব্যর্থ হয়েছে এবং অতিরিক্ত অর্থ দাবি করেছে। তবে টেড্রোস এই দাবির সঙ্গে একমত নন। তিনি জানান, সংস্থাটি স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভরশীল হলেও এর বাজেটের ভারসাম্য আনতে সাধারণ সদস্য ফির মাধ্যমে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা করছে।

ট্রাম্পের আরও অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও কভিড-১৯ মহামারি ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। টেড্রোস দাবি করেন, সংস্থাটি শুরু থেকেই দ্রুত পদক্ষেপ নিয়েছিল এবং সতর্কতা জারি করেছিল।

টেড্রোস নিশ্চিত করেন, ডব্লিউএইচও রাজনৈতিক নিরপেক্ষভাবে কাজ করে এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে যখন অস্থিতিশীল বিশ্ব বাজার আর পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা, এমন সময়ে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান তিনি।

১৩ ঘণ্টা আগে

সম্প্রতি লোহিত সাগরে লাগাতার হুথি যোদ্ধাদের আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলের দোসর দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে এসব বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী।

১৯ ঘণ্টা আগে

শনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয় ১৪ জনকে।

২১ ঘণ্টা আগে

আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাওয়ার সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেটি উল্টে গেলে এতে প্রাণ হারান অন্তত ১৪৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কঙ্গো নদীতে।

২১ ঘণ্টা আগে