নিখাদ খবর ডেস্ক
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর, মুজাফফরাবাদসহ ছয়টি জায়গায় ভারতের বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এসব যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
যুদ্ধবিমান ভূপাতিত করা ছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান। এ হামলায় শ্রীনগরে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসলামাবাদ ও পাঞ্জাবের সীমান্তবর্তী সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানান। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও জিও টিভির কাছে তিনি এ কথা জানান। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করার দাবিও জানিয়েছেন তিনি।
তিনি জানান, ভারত আগ্রাসী মনোভাব বাদ দিলে পাকিস্তান তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও টিভিকে নিশ্চিত করেছেন যে, ভারতীয় বিমান বাহিনীর সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে।
আইএসপিআরের ডিজি জানান, পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি আক্রমণ চালিয়েছে ভারত। যে সমস্ত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তার অধিকাংশই ছিল বেসামরিক প্রকৃতির। এর মধ্যে মসজিদও ছিল। হামলায় আশেপাশের আবাসিক কাঠামোরও ক্ষতি হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থল ও আকাশ দুই স্থানে পাকিস্তানি বাহিনীর একাধিক ক্ষয়ক্ষতির খবর রয়েছে। তবে আমি নিশ্চিত করতে পারি যে ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে দুটি বিমান ভূপাতিত করা হয়েছে।’
তবে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জেট বিমান ভূপাতিত করার খবরের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের কাছেও যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেটগুলোর মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি সু–৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম রয়েছে।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর, মুজাফফরাবাদসহ ছয়টি জায়গায় ভারতের বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এসব যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
যুদ্ধবিমান ভূপাতিত করা ছাড়াও ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংস করে দেয়ার কথাও জানিয়েছে পাকিস্তান। এ হামলায় শ্রীনগরে তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাতের কারণে ইসলামাবাদ ও পাঞ্জাবের সীমান্তবর্তী সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানান। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও জিও টিভির কাছে তিনি এ কথা জানান। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করার দাবিও জানিয়েছেন তিনি।
তিনি জানান, ভারত আগ্রাসী মনোভাব বাদ দিলে পাকিস্তান তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও টিভিকে নিশ্চিত করেছেন যে, ভারতীয় বিমান বাহিনীর সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে।
আইএসপিআরের ডিজি জানান, পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি আক্রমণ চালিয়েছে ভারত। যে সমস্ত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তার অধিকাংশই ছিল বেসামরিক প্রকৃতির। এর মধ্যে মসজিদও ছিল। হামলায় আশেপাশের আবাসিক কাঠামোরও ক্ষতি হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থল ও আকাশ দুই স্থানে পাকিস্তানি বাহিনীর একাধিক ক্ষয়ক্ষতির খবর রয়েছে। তবে আমি নিশ্চিত করতে পারি যে ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে দুটি বিমান ভূপাতিত করা হয়েছে।’
তবে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জেট বিমান ভূপাতিত করার খবরের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের কাছেও যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেটগুলোর মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি সু–৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম রয়েছে।
সে দিন প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। আহত হন আরও প্রায় ২৫ হাজার। বাংলাদেশসহ ৭৮টি দেশের নাগরিক নিহত হন এই হামলায়। অথচ ২৪ বছর পেরিয়েও এখনও শনাক্ত করা যায়নি এক হাজার ১০০ জন নিহতের পরিচয়
১ দিন আগেদেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় সানার আল-তাহরির এলাকায় ঘরবাড়ি, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে
১ দিন আগেচলতি সপ্তাহে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে পেন্টাগনে দেখা করেন। ১৯৯৩ সাল থেকে পরিষেবায় থাকা বিদ্যমান 'ফকার ৫০'-এর পরিবর্তে নতুন বিমান কেনার সিদ্ধান্তের কথা নিয়ে আলোচনা করেন।
২ দিন আগেবিক্ষোভকারীদের হামলার সময় কারাগারে প্রবেশ করলে সেখান থেকে ৭৭৩ জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে দাং প্রদেশের তুলসিপুরে অবস্থিত কারাগার থেকে ১২৭ জন বন্দি পালিয়েছে
২ দিন আগেসে দিন প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। আহত হন আরও প্রায় ২৫ হাজার। বাংলাদেশসহ ৭৮টি দেশের নাগরিক নিহত হন এই হামলায়। অথচ ২৪ বছর পেরিয়েও এখনও শনাক্ত করা যায়নি এক হাজার ১০০ জন নিহতের পরিচয়
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় সানার আল-তাহরির এলাকায় ঘরবাড়ি, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আল-জাওফের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে
চলতি সপ্তাহে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে পেন্টাগনে দেখা করেন। ১৯৯৩ সাল থেকে পরিষেবায় থাকা বিদ্যমান 'ফকার ৫০'-এর পরিবর্তে নতুন বিমান কেনার সিদ্ধান্তের কথা নিয়ে আলোচনা করেন।
বিক্ষোভকারীদের হামলার সময় কারাগারে প্রবেশ করলে সেখান থেকে ৭৭৩ জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে দাং প্রদেশের তুলসিপুরে অবস্থিত কারাগার থেকে ১২৭ জন বন্দি পালিয়েছে