নিখাদ খবর ডেস্ক
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবনাচিন্তা করছে যুক্তরাস্ট্র। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতেও উদ্যোগী হয়েছেন তিনি। এই অবস্থায় কোন কোন ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা যায়, তা বিবেচনা করে দেখতে চাইছে হোয়াইট হাউস।
মার্কিন প্রশাসন সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য ইতোমধ্যে পররাষ্ট্র দফতর এবং রাজস্ব দফতরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে একটি তালিকা প্রস্তুত করতে বলেছে, যেখানে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা করা হবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মস্কোর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের বিস্তৃত আলোচনার অংশ হিসেবে আগামী দিনগুলোতে এসব বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
নিষেধাজ্ঞা সম্পর্কিত দপ্তরগুলো এখন নির্দিষ্ট কিছু সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রস্তাব তৈরি করছে, যার মধ্যে কয়েকজন রুশ অলিগার্কও রয়েছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।
নিষেধাজ্ঞা নীতির সঙ্গে জড়িত কর্মকর্তারা সাধারণত এমন সম্ভাব্য বিকল্প নথি প্রস্তুত করে থাকেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে হোয়াইট হাউসের তরফ থেকে এ ধরনের একটি নির্দিষ্ট অনুরোধ ট্রাম্প ও তাঁর উপদেষ্টাদের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইচ্ছাকে তুলে ধরে, যা মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হতে পারে।
ওয়াশিংটন কিসের বিনিময়ে রাশিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে পারে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে, তাহলে ইরান থেকে তেল রপ্তানির ওপর ট্রাম্প কঠোর পদক্ষেপ নিলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা হ্রাস পেতে পারে।
হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ক্রেমলিন গত বছর বলেছিল, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক ‘শূন্যের নিচে’ নেমে গেছে। বাইডেন ইউক্রেনকে সাহায্য ও অস্ত্র সরবরাহ করেছিলেন এবং ২০২২ সালে ইউক্রেন আক্রমণের শাস্তি হিসেবে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবনাচিন্তা করছে যুক্তরাস্ট্র। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতেও উদ্যোগী হয়েছেন তিনি। এই অবস্থায় কোন কোন ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা যায়, তা বিবেচনা করে দেখতে চাইছে হোয়াইট হাউস।
মার্কিন প্রশাসন সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য ইতোমধ্যে পররাষ্ট্র দফতর এবং রাজস্ব দফতরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে একটি তালিকা প্রস্তুত করতে বলেছে, যেখানে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা করা হবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মস্কোর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের বিস্তৃত আলোচনার অংশ হিসেবে আগামী দিনগুলোতে এসব বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
নিষেধাজ্ঞা সম্পর্কিত দপ্তরগুলো এখন নির্দিষ্ট কিছু সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রস্তাব তৈরি করছে, যার মধ্যে কয়েকজন রুশ অলিগার্কও রয়েছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।
নিষেধাজ্ঞা নীতির সঙ্গে জড়িত কর্মকর্তারা সাধারণত এমন সম্ভাব্য বিকল্প নথি প্রস্তুত করে থাকেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে হোয়াইট হাউসের তরফ থেকে এ ধরনের একটি নির্দিষ্ট অনুরোধ ট্রাম্প ও তাঁর উপদেষ্টাদের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইচ্ছাকে তুলে ধরে, যা মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হতে পারে।
ওয়াশিংটন কিসের বিনিময়ে রাশিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিতে পারে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে, তাহলে ইরান থেকে তেল রপ্তানির ওপর ট্রাম্প কঠোর পদক্ষেপ নিলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা হ্রাস পেতে পারে।
হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ক্রেমলিন গত বছর বলেছিল, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক ‘শূন্যের নিচে’ নেমে গেছে। বাইডেন ইউক্রেনকে সাহায্য ও অস্ত্র সরবরাহ করেছিলেন এবং ২০২২ সালে ইউক্রেন আক্রমণের শাস্তি হিসেবে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে যখন অস্থিতিশীল বিশ্ব বাজার আর পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা, এমন সময়ে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান তিনি।
৯ ঘণ্টা আগেসম্প্রতি লোহিত সাগরে লাগাতার হুথি যোদ্ধাদের আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলের দোসর দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে এসব বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী।
১৪ ঘণ্টা আগেশনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয় ১৪ জনকে।
১৬ ঘণ্টা আগেআফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাওয়ার সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেটি উল্টে গেলে এতে প্রাণ হারান অন্তত ১৪৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কঙ্গো নদীতে।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে যখন অস্থিতিশীল বিশ্ব বাজার আর পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা, এমন সময়ে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে চান তিনি।
সম্প্রতি লোহিত সাগরে লাগাতার হুথি যোদ্ধাদের আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলের দোসর দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে এসব বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী।
শনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এসময় উদ্ধার করা হয় ১৪ জনকে।
আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাওয়ার সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেটি উল্টে গেলে এতে প্রাণ হারান অন্তত ১৪৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কঙ্গো নদীতে।