জাপানের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি সই ট্রাম্পের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জাপানের সঙ্গে একটি ‘বড়’ আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে পাল্টা শুল্ক বলবৎ থাকবে। আর যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান।

ট্রাম্প আরও জানান, নতুন এ বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে জাপান।

হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২২ জুলাই)সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। আমার মনে হয়, এটা সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।

‘এখানে (হোয়াইট হাউসে) তাদের শীর্ষ ব্যক্তিরা ছিলেন। আমরা এটা (চুক্তি) নিয়ে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেছি। এটা সবার জন্যই একটি দারুণ চুক্তি। আমি সব সময় বলি, এটা সবার জন্যই দুর্দান্ত হতে হবে। এটা দারুণ একটি চুক্তি’, বলেন ট্রাম্প।

ওয়াশিংটনের সঙ্গে এ চুক্তি নিয়ে দর–কষাকষিতে টোকিওর পক্ষ থেকে মুখ্য আলোচক ছিলেন রয়োসেই আকাজাওয়া। গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে আকাজাওয়া জানান, তিনি হোয়াইট হাউস সফর করেছেন। হ্যাশট্যাগে লিখেছেন, ‘অভিযান সমাপ্ত’।

এ মাসে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার (২৩ জুলাই) ঘোষণা আসতে পারে। শিগগির আরও বেশকিছু চুক্তির কথাও জানা যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

বুধবার (২৩ জুলাই) ফেসবুক পোস্টে এক শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন

১১ ঘণ্টা আগে

এ মাসে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে

১৮ ঘণ্টা আগে

পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান,’ এবং জানিয়েছেন, বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে

১ দিন আগে

বেশ কয়েক দিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁর চিকিৎসা হয়েছিল

২ দিন আগে