মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক মারধর

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়

রাজধানীর ধোলাইখাল এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ঢালাই নষ্ট করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতের এ ঘটনায় আট শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাহিদ ইসলাম, জাহিদ হাসান, ইশতিয়াক হোসেন, আল মামুন, ইতিহাস বিভাগের হাবিবুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের আবু বকর সিদ্দিক, আকাশ ও আবু সাঈদ মো. আকিব।

আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন আবু বকর সিদ্দিক, আকাশ ও আবু সাঈদ।

আহত অন্য পাঁচ শিক্ষার্থী নাহিদ, জাহিদ, ইশতিয়াক, আল মামুন ও হাবিবুর রহমানকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার সূত্রপাত গতকাল রাত ১০টার দিকে ধোলাইখাল এলাকার টিপু সুলতান সড়কে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ধোলাইখাল এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভুলক্রমে তিনি নির্মাণাধীন একটি ভবনের ঢালাইয়ের ওপর পা রাখেন। এতে স্থানীয় কয়েকজন তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরও আটকে রেখে মারধর করেন।

আহত শিক্ষার্থীদের ভাষ্য, মারধর ও হামলায় নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদ। তিনি ৩৮ নম্বর ওয়ার্ড (ওয়ারী থানা) বিএনপির নেতা।

অভিযোগের বিষয়ে জানতে গতকাল রাতে একাধিকার শহিদুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) হারুনুর রশীদ বলেন, মারধর-হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের উপস্থিতিতে শহিদুলের বাড়িতে অভিযান চালানো হয়, তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

পুলিশের অভিযান টের পেয়ে অস্ত্র ও গুলি ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়ির সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্বার করা হয়েছে একটি লাইটগান ও এক রাউন্ড গুলি।

৯ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে নিজের শিশুকন্যাকে নিয়ে ভাগ্নে আরাফাতের সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন মামি শাপলা। আর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

১০ ঘণ্টা আগে

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণার দাবিতে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী মানব

১১ ঘণ্টা আগে

স্বামীর সঙ্গে অভিমান করে নিজের কোলের চার মাসের শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন লাবনী আক্তার লিজা নামে এক মা। পরে সেই টাকায় মোবাইল ফোন, পায়ের নূপুর, জুতা এবং নাকের নথ কেনেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা সেওড়াতলা এলাকায়।

১১ ঘণ্টা আগে