কুকুরের উৎপাতে অতিষ্ঠ মহালছড়িবাসী

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মহালছড়ি উপজেলায় কুকুরের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ মানুষসহ গবাদি পশুর জীবন হুমকির মুখে।

সম্প্রতি উপজেলার চৌংড়াছড়ি মুখ এলাকার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রফিকুল ইসলামের খামারে পালিত টাইগার মুরগির উপর হঠাৎ আক্রমণ চালায়,সঙ্গবদ্ধ কুকুরের এই আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খামারির। প্রায় ৪০ টির বেশি বিদেশি জাতের মুরগি মারা যায়।এতে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

কুকুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তা মোঃ রফিক জানান ছোট একটি খামার গড়ে তুলতে তিনি তার পরিবারের মূল্যবান সম্পদ বিক্রি করে পুজি সংগ্রহ করেছিলেন। কিন্তু এই অপ্রত্যাশিত ঘটনায় তার সব স্বপ্ন মুহূর্তে ভেঙে যায়। তিনি আরো বলেন, “আমি খামারটি করে আমার পরিবারের সচ্ছলতার ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু পাহাড়ের এই কুকুর গুলো আমাকে ও আমার পরিবারকে সর্ব শান্ত করে দিয়েছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। “

স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকার বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।এগুলো শুধু খামারে নয় মাঝেমধ্যে শিশু ও পথচারীদের ও আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে।স্থানীয় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে মহালছড়ি উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ(সম্প্রসারণ) কর্মকর্তা সমর জ্যোতি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কুকুর নিয়ন্ত্রণে তাদের কোন পদক্ষেপ গ্রহণের অনুমতি নেই, নিধনে ও কোন হস্তক্ষেপ গ্রহণের সুযোগ নেই। তবে যে কোন প্রাণী রক্ষণাবেক্ষণে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী।

উপজেলা সহকারী কমিশনার মোঃ সালেহ্ আহম্মেদ এর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,ঘটনাটি আমরা জেনেছি, প্রাণিসম্পদ অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ক্ষতিগ্রস্থ উদ্দ্যোক্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

স্থানীয় উদ্যোক্তা মোঃ রফিকের মতো অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরো বড় ক্ষতির মুখোমুখি হতে হবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিষয়:

মহালছড়ি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত খুলনার তেরখাদার যুবলীগ নেতা মিনারুল ইসলামকে জুলাই যোদ্ধা হিসেবে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

১ ঘণ্টা আগে

আগৈলঝাড়া উপজেলায় সরকারি খাল দখল করে একটি পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদারের বিরুদ্ধে। যদিও উপজেলা প্রশাসন এই অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে একাধিকবার পদক্ষেপ নিয়েছে, তথাপি কার্যক্রম থামেনি এবং দখল প্রক্রিয়া চলমান রয়েছে।

২ ঘণ্টা আগে

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অভাবে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার মানুষ। মাত্র চার জন চিকিৎসক দিয়ে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে।

২ ঘণ্টা আগে