সৈয়দপুর প্রেসক্লাবে নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে ২১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সময় টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল ও সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জাকের পার্টির নীলফামারী জেলা-২ এর সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী।

জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন, অনুষ্ঠানের আয়োজক ও দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি মো. জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন ও গোপাল চন্দ্র রায়, সাংবাদিক, সাংবাদিক কাজী জাহিদ, শাহিদুল সরকার দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধি, সুধীজন, পত্রিকার পাঠক, এজেন্ট ও হকারবৃন্দ। শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার তালা উপজেলায় এক কৃষকের আঙিনায় জন্মেছে এক আশ্চর্য লম্বা বেগুন গাছ, যা এখন সারা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণত একটি বেগুন গাছের উচ্চতা এক থেকে দেড় ফুটের বেশি হয় না, কিন্তু এই গাছটির উচ্চতা প্রায় ১২ ফুটেরও বেশি। আশ্চর্যের বিষয়, এত লম্বা হওয়া সত্ত্বেও গাছটি ফলেও ভরপুর।

২ ঘণ্টা আগে

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

১ দিন আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

১ দিন আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

১ দিন আগে