চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ২০ যাত্রী

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি সংগৃহীত

ঢাকা থেকে বরিশালগামী গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।

তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আছে গ্রীনলাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে আসে গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেন।

আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি আমিনুর রহমান জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাচারীতলা গ্রামে খেলার ছলে নলকূপে কীটনাশক ঢেলে সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। রাত ৯টার দিকে অসুস্থ শিশুদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

৮ মিনিট আগে

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সন্দ্বীপের মধ্যে ফেরি চলাচল আগামীকাল বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বর্তমানে চলাচলরত ফেরি ‘কপোতাক্ষ’ বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাই ফেরিটি রুট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৬ মিনিট আগে

জামালপুরের ইসলামপুরে ড্রেনে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে সাবরেজিস্ট্রার কার্যালয়ের পাশের একটি কালভার্টের নিচে ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

১ ঘণ্টা আগে

যমুনা নদীতে শখ করে জাল ফেলেছিলেন মানিকগঞ্জের ঝালমুড়ি বিক্রেতা ইব্রাহিম মোল্লা (৩২)। আর তাতেই ধরা পড়ে বিশাল এক বাগাড় মাছ! ওজন প্রায় ৩০ কেজি। পরে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

১ ঘণ্টা আগে