আন্দোলন দমাতে উপাচার্যের মামলার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আটটায় মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, চার দফা দাবিসহ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছে। তবে প্রশাসন এ বিষয়ে নির্বিকার থাকায় শিক্ষার্থীরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছে বলে জানান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা আটকে রাখলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেউ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেনি। তবে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীরা তাদের সাথে কোনো আলোচনায় যাননি। সড়কে প্রায় কয়েকশত শিক্ষার্থী জড়ো হন। সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে বারবার আলোচনার চেষ্টা চালানো হচ্ছে।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদ সাকিন তার বক্তব্যে বলেন,

উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। তার বরাবর আমরা চার দফা দাবির স্মারকলিপি দিয়েছে। কিন্তু উপাচার্যের এ বিষয়ে কোনো কর্ণপাত নেই। একজন উপাচার্য কীভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে? তিনি আর যাই হোক শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

তিনি আরও বলেন, আমরা জানি মহাসড়ক অবরোধে মানুষের ভোগান্তি হবে। কিন্তু আমরা সত্যিই অসহায়।

আন্দোলনে আসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, সমস্ত সমস্যাগুলোর একটা যৌগিক বিস্ফোরণ এটা। শিক্ষার্থীরা অনেকদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছে। তবে কোনো এক অজানা কারণে প্রশাসন শিক্ষার্থীদের কথা শুনছেন না।

আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন,

আপনি (উপাচার্য) এসির বাতাস খাচ্ছেন। আমরা সংকটে ভুগিতেছি। আপনাকে তো পাওয়া যায় না? আপনি মাসের পর মাস ঢাকায় থাকেন। সরকার কি লাখ লাখ টাকা দেয় পরিবারের সাথে কাটাতে? বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা কোনো আপোষ করেনি। ভবিষ্যতেও করবে না। মামলার ভয় দেখিয়ে আমাদের লাভ নাই। আমাদের দাবি মেনে নিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় শ্রমিক নিয়ন্ত্রিত সংগঠন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ (রেজি: ২১৪৩) কে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার সংগঠনের নেতৃত্ব নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আটটায় মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা।

৫ ঘণ্টা আগে

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেন, মাদকমুক্ত থেকে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, তাদেরকে মাদকাসক্তি ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে।

৮ ঘণ্টা আগে

রংপুরের বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক সাময়িক বরখাস্ত হয়েছেন। গত সোমবার(২৮ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক চিঠিতে ওই তথ্য জানা গেছে।

৮ ঘণ্টা আগে