দেয়ালে সাঁটানো পোস্টার

গভীর রাতে সখিপুরে আ.লীগের ঝটিকা মিছিলে সমালোচনার ঝড়

প্রতিনিধি
শরীয়তপুর
Thumbnail image
ছবি: সংগৃহীত

থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শরীয়তপুরের সখিপুর গভীর রাতে অনেকটাই সংগোপনে মিছিল ও পোস্টার লাগায় দলটির নেতাকর্মীরা। একইসঙ্গে শুক্রবার (২ মে) রাতে হঠাৎ করে মিছিল ও পোস্টার লাগানোর এ ঘটনা ঘটায় পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীরা।

এসময় তাদের সাঁটানো পোস্টারে লেখা ছিল, ‘’শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনাতেই আস্থা।‘’

এদিকে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর এই প্রথম প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম চোখে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে জোর আলোচনা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপন বিদেশ গমনের পর সখিপুরে দলীয় কার্যক্রম ছিল অনেকটাই নিস্ক্রিয়। এর মধ্যে হঠাৎ করে রাতের অন্ধকারে একটি মিছিল বের করা হয় এবং বিভিন্ন জায়গায় দলীয় স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়েদুল হক বলেন, গতকাল রাতে ফেইসবুকে মিছিল ও পোস্টারের বিষয়ে শুনেছি, কিন্তু কোথায় হয়েছে সেই ঘটনার খবর পাওয়া যায়নি। কোথায় হয়েছে বা কারা করেছে বিষয়টি নিয়ে আমরা জানার জন্য কাজ করছি।

তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতেও কারও নাম বা ছবি ছিল না, ছিল শুধু সাধারণ দলীয় বার্তা ও স্লোগান। এ বিষয়ে বাংলাদেশ ছাত্র লীগের অফিসিয়াল ফেইজবুক পেইজ পোস্ট করা হয়।

এক প্রবাসী তার ব্যক্তিগত ফেইসবুক পোস্ট লিখেছেন, সখিপুর আওয়ামী লীগের বিপজ্জনক মিছিল তাদের অধঃপতন কোথায় গিয়ে পৌঁছেছে মিছিল করার ক্ষেত্রেও নিজেদের বাহ্যিক শরীরকে লুকাতে হচ্ছে। আওয়ামী লীগ নিজেকে এতটাই কলুষিত করেছে, যা হতে পরিপূর্ণ শেফা পাওয়া দুরূহ।’

সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার বলেন, শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেইজবুক পেইজ থেকে জানতে পারি সখিপুরে কোথাও কোথাও মিছিল ও পোস্টার লাগানো হয়, প্রশাসনের কাছে অনুরোধ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা মিছিল ও পোস্টার লাগিয়ে শান্ত সখিপুরকে অশান্ত করছে তাদের গ্রেফতার করতে হবে। নয়তো কোনো প্রকার কিছু হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার তালা উপজেলায় এক কৃষকের আঙিনায় জন্মেছে এক আশ্চর্য লম্বা বেগুন গাছ, যা এখন সারা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণত একটি বেগুন গাছের উচ্চতা এক থেকে দেড় ফুটের বেশি হয় না, কিন্তু এই গাছটির উচ্চতা প্রায় ১২ ফুটেরও বেশি। আশ্চর্যের বিষয়, এত লম্বা হওয়া সত্ত্বেও গাছটি ফলেও ভরপুর।

২ ঘণ্টা আগে

নীলফামারীতে অবস্থিত নীলসাগরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু হয়েছে

১ দিন আগে

১১ অক্টোবর সিনিয়র সহকারী জজ আদালতের নাজিরের মাধ্যমে ডিক্রিদার উপস্থিতিতে ৪ শতাংশ নালিশীয় জমির ওপর ৩টি টিনের চালাঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল

১ দিন আগে

সাতক্ষীরার কলারোয়া সরকারী হাইস্কুলে ২-৪ নভেম্বর তাফসির মাহফিল আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা দেখা দিয়েছে

১ দিন আগে