আমির খসরু লাবলু

বুধবার (১৭ ডিসেম্বর) পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৮৭০টি শীতার্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে ১ হাজার ২০০টি কম্বল, ৫০০টি মহিলা শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধিবৃন্দ সরেজমিনে গিয়ে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করেন। বিশেষ করে যেসব মানুষ অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে অক্ষম এমন বয়স্ক, নারী, শিশু ও অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এ শীত সহায়তা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র ও রুম হিটার পেয়ে উপকারভোগীরা জাকাত ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদর উপজেলার বয়স্ক জামাল উদ্দিন বলেন, আমি দিনমজুর মানুষ। এই শীতে কম্বল কেনার সামর্থ্য ছিল না। জাকাত ফাউন্ডেশন যে কম্বলটা দিয়েছে, তাতে এই কনকনে ঠান্ডায় একটু হলেও শান্তিতে থাকতে পারবো।
সদর উপজেলার ভক্তি বালা বলেন, শীতে ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে ছিলাম। শালটা পেয়ে অনেক উপকার হলো। রাতে বাচ্চাদের ঠান্ডা কম লাগবে।
একজন বিধবা নারী উপকারভোগী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, স্বামী নেই, আয় করার কেউ নেই। এই শীতে কীভাবে চলবো ভাবছিলাম। আল্লাহ জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সাহায্য করেছেন।
একজন প্রবীণ উপকারভোগী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই বয়সে ঠান্ডা সহ্য করা খুব কষ্টের। কম্বলটা আমার জন্য অনেক বড় সহায়তা। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ সুলতানা বলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতে এখানকার মানুষের কষ্ট লাঘবে জাকাত ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য রুম হিটার ও কম্বল কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই কার্যক্রম।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শুধু পঞ্চগড়েই নয়, পাশাপাশি কুড়িগ্রাম ও নীলফামারী জেলাতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরে সংস্থাটি সারাদেশে সর্বমোট ৩ হাজার ৬০০টি কম্বল, ১ হাজার ৫০০টি শাল এবং ৫০০টি রুম হিটার বিতরণ করছে।
জাকাত ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষ এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৮৭০টি শীতার্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে ১ হাজার ২০০টি কম্বল, ৫০০টি মহিলা শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিনিধিবৃন্দ সরেজমিনে গিয়ে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করেন। বিশেষ করে যেসব মানুষ অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে অক্ষম এমন বয়স্ক, নারী, শিশু ও অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এ শীত সহায়তা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র ও রুম হিটার পেয়ে উপকারভোগীরা জাকাত ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদর উপজেলার বয়স্ক জামাল উদ্দিন বলেন, আমি দিনমজুর মানুষ। এই শীতে কম্বল কেনার সামর্থ্য ছিল না। জাকাত ফাউন্ডেশন যে কম্বলটা দিয়েছে, তাতে এই কনকনে ঠান্ডায় একটু হলেও শান্তিতে থাকতে পারবো।
সদর উপজেলার ভক্তি বালা বলেন, শীতে ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে ছিলাম। শালটা পেয়ে অনেক উপকার হলো। রাতে বাচ্চাদের ঠান্ডা কম লাগবে।
একজন বিধবা নারী উপকারভোগী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, স্বামী নেই, আয় করার কেউ নেই। এই শীতে কীভাবে চলবো ভাবছিলাম। আল্লাহ জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সাহায্য করেছেন।
একজন প্রবীণ উপকারভোগী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই বয়সে ঠান্ডা সহ্য করা খুব কষ্টের। কম্বলটা আমার জন্য অনেক বড় সহায়তা। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ সুলতানা বলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতে এখানকার মানুষের কষ্ট লাঘবে জাকাত ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য রুম হিটার ও কম্বল কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই কার্যক্রম।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শুধু পঞ্চগড়েই নয়, পাশাপাশি কুড়িগ্রাম ও নীলফামারী জেলাতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরে সংস্থাটি সারাদেশে সর্বমোট ৩ হাজার ৬০০টি কম্বল, ১ হাজার ৫০০টি শাল এবং ৫০০টি রুম হিটার বিতরণ করছে।
জাকাত ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষ এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

চিকিৎসক সংকটে কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বর্তমানে হাসপাতালে ৩৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন।
২ ঘণ্টা আগে
বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। সকালে মগকাটা এলাকায় পরিচালিত এক অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক এক হাজার ষাট ঘনফুট, যার বাজারমূল্য প্রায় চার লক্ষ সাতাত্তর হাজার টাকা।
২ ঘণ্টা আগে
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালত সোমবার (১৫ ডিসেম্বর) সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামীর আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকা
২ দিন আগেতীব্র শৈত্যপ্রবাহে যখন উত্তরের জেলা পঞ্চগড়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত, ঠিক সেই সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ’।
চিকিৎসক সংকটে কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বর্তমানে হাসপাতালে ৩৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন।
বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। সকালে মগকাটা এলাকায় পরিচালিত এক অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ আনুমানিক এক হাজার ষাট ঘনফুট, যার বাজারমূল্য প্রায় চার লক্ষ সাতাত্তর হাজার টাকা।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।