অনলাইন ডেস্ক
দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পঁচিশমাইল এলাকায় হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান।
বীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।
দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পঁচিশমাইল এলাকায় হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান।
বীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সজিব হোসেন (৬), খাদিজা খাতুন ও আয়েশা খাতুন (৩) নামে একই পরিবারের ৩ শিশু আহত হয়েছে।
১ ঘণ্টা আগেঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় আট মাস আগে সংঘটিত ৭০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুলিশের চার সদস্যের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এখন পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেভোলা সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন কাগজে-কলমে মাত্র। বাস্তবে হাসপাতালটি আজও পরিচালিত হচ্ছে ১০০ শয্যার জনবল দিয়ে। দীর্ঘদিন ধরেই এ অচলাবস্থার মধ্য দিয়ে চলছে দ্বীপ জেলা ভোলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যক্রম।
২ ঘণ্টা আগেদিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
২ ঘণ্টা আগেযশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সজিব হোসেন (৬), খাদিজা খাতুন ও আয়েশা খাতুন (৩) নামে একই পরিবারের ৩ শিশু আহত হয়েছে।
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় আট মাস আগে সংঘটিত ৭০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় পুলিশের চার সদস্যের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এখন পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভোলা সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন কাগজে-কলমে মাত্র। বাস্তবে হাসপাতালটি আজও পরিচালিত হচ্ছে ১০০ শয্যার জনবল দিয়ে। দীর্ঘদিন ধরেই এ অচলাবস্থার মধ্য দিয়ে চলছে দ্বীপ জেলা ভোলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যক্রম।
দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।