নজরুল ইসলাম
অন্তহীন সমস্যায় জর্জড়িত নরসিংদী জেলা কারাগার। হাত বাড়ালেই মিলে মাদক। বসে নিয়মিত জুয়ার আসর। থেমে নেই কোন অনিয়ম। একটু বৃষ্টি হলে একহাটু জলে ডুবে যায় কারা অভ্যন্তর। ফলে একেবারে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে কারাগারটি।
ধারণ ক্ষমতার তিনগুন বন্দি ও স্টাফ মিলে মানবেতর জীবন যাপন করছে কারাগারে। তীব্র গরমে বেশীলোক একসাথে গাদাগাদি করে থাকার ফলে করোণা ও ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা দেখা দিয়েছে কারা অভ্যন্তরে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় মহামারি আকার ধারণ করতে পারে।
অনুসন্ধানে জানা যায়,ধারণ ক্ষমতার তিনগুণ বন্দি ঘুমায় পালাক্রমে। শুধু বন্দি নয় কারা স্টাফদেরও থাকার জায়গা নেই। ৪০ জন স্টাফদের থাকার জায়গা থাকে ১৩০ জন। অধিকাংশ স্টাফ ঘুমায় মসজিদে। ৩৪৪ জন কারাবন্দির জায়গায় আজকে ৮৩৯ জন বন্দি বসবাস করছে। গেল সপ্তাহে ২০০ জনকে পাঠানো হয়েছে অন্যত্র। তারপরও তিল ধারণের ঠাই নাই করাগারটিতে।
এত সমস্যার মাঝেও আছে কারা অভ্যন্তরে সর্বনাশা মাদকের ব্যবহার।
টাকা থাকলে মাদক ও বাইরের খাবারসহ সবই পাওয়া যায় এখানে। মাদক আসে দুই দিক দিয়ে। বেশী মাদক আসে দেয়ালের উপর দিয়ে। এছাড়া দর্শণার্থীরা টাকার বিনিময়ে খোদ কারারক্ষীদের মাধ্যমে মাদক সরবরাহ করে থাকে। ইতোপূ্র্বে এমন অভিযোগও উঠেছে একাধিক কারারক্ষির বিরুদ্ধে। নেয়া হয়েছে ব্যবস্থাও। কিন্তু এরপরও থেমে নেই মাদক সরবরাহ।
টাকা থাকলে প্রতিদিনই স্বজনদের সাথে একাধিকবার মোবইলে কথা বলা যায়। যদিও কারা আইনে মোবইলে কথা বলার কোন সুযোগ নেই। শুধু তাই নয় কারা অভ্যন্তরে নিয়মিত বসছে জুয়ার আসর। লাখ লাখ টাকার আসর থেকে কর্তৃপক্ষের পকেটেও যায় এর ভাগ।
এছাড়া জামিন লাভের পরে টাকা না দিলে সহজেই মুক্তি মিলে না। অনৈতিকভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয় জামিন লাভের পর। না দিলে অন্য মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখানো হয়। এ কাজে কারা কর্তৃপক্ষের সাথে জড়িত রয়েছে পুলিশ ।
অন্তহীন এ সমস্যার কারণে ভাঙাচুড়া এ কারাগারে যে কোন সময় আবারও বিদ্রোহ দেখা দিতে পারে। এমন শংকার কথা বলেছেন সম্প্রতি বের হয়ে আসা কয়েকজন বন্দি।
খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদীর শিবপুরের কারারচরে ইতোমধ্যে নতুন কারাগারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। অসমাপ্ত কাজ শেষ হতে সময় লাগবে আরো বছর খানেক। এ কারাগার কারারচরে স্থানান্তর না হওয়া পর্যন্ত সহসাই এসব সমস্যা সমাধানের কোন লক্ষণ নেই বলে জানান কারা কর্তৃপক্ষ।
এসব বিষয়ে জানতে চাইলে নরসিংদীর জেল সুপার মো: শামীম ইকবাল, নিখাদ খবরকে বলেন, আসলে সারাদেশে সবকিছু আগের মতই চলছে। আমাদের সকলের চরিত্র ঠিক না হলে আমার একার পক্ষ্যে কোনোভাবেই একটি প্রতিষ্ঠানে শতভাগ সেবা দেয়া সম্ভব নয়।
কিছু অনিয়মের কারণে ইতোমধ্যে একজন জেলারকে বদলী করার কথা স্বীকার করে তিনি বলেন,বর্তমানে গোপালগঞ্জ কারাগার থেকে ভারপ্রাপ্ত জেলার হিসেবে এখানে যোগদান করেছেন হুমায়ুন কবীর। সবাই মিলে মিশে আমরা চেষ্টা করছি সেবার মান কিছুটা বাড়াতে।
নতুন নকশা অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়ক সম্প্রতি ৬ ফিট উচু করার ফলে একটু বৃষ্টি হলেই জেলাকারাগারে পানি প্রবেশ করে। এ অবস্থার ফলে বন্দি ও স্টাফদের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে।
জেল সুপার আরো বলেন, এভাবে মানুষ বসবাস করতে পারে না। মাদকের বিষয়ে তিনি বলেন,ঢাকা সিলেট মহাসড়ক উচু হওয়ার ফলে বাইরে থেকে ঢিল দিয়ে কিছু মাদক ভিতরে ফেলে। এসব বন্ধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু দ্রুত সমাধান হওয়ার কোন সুযোগ নেই।
অন্তহীন সমস্যায় জর্জড়িত নরসিংদী জেলা কারাগার। হাত বাড়ালেই মিলে মাদক। বসে নিয়মিত জুয়ার আসর। থেমে নেই কোন অনিয়ম। একটু বৃষ্টি হলে একহাটু জলে ডুবে যায় কারা অভ্যন্তর। ফলে একেবারে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে কারাগারটি।
ধারণ ক্ষমতার তিনগুন বন্দি ও স্টাফ মিলে মানবেতর জীবন যাপন করছে কারাগারে। তীব্র গরমে বেশীলোক একসাথে গাদাগাদি করে থাকার ফলে করোণা ও ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা দেখা দিয়েছে কারা অভ্যন্তরে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় মহামারি আকার ধারণ করতে পারে।
অনুসন্ধানে জানা যায়,ধারণ ক্ষমতার তিনগুণ বন্দি ঘুমায় পালাক্রমে। শুধু বন্দি নয় কারা স্টাফদেরও থাকার জায়গা নেই। ৪০ জন স্টাফদের থাকার জায়গা থাকে ১৩০ জন। অধিকাংশ স্টাফ ঘুমায় মসজিদে। ৩৪৪ জন কারাবন্দির জায়গায় আজকে ৮৩৯ জন বন্দি বসবাস করছে। গেল সপ্তাহে ২০০ জনকে পাঠানো হয়েছে অন্যত্র। তারপরও তিল ধারণের ঠাই নাই করাগারটিতে।
এত সমস্যার মাঝেও আছে কারা অভ্যন্তরে সর্বনাশা মাদকের ব্যবহার।
টাকা থাকলে মাদক ও বাইরের খাবারসহ সবই পাওয়া যায় এখানে। মাদক আসে দুই দিক দিয়ে। বেশী মাদক আসে দেয়ালের উপর দিয়ে। এছাড়া দর্শণার্থীরা টাকার বিনিময়ে খোদ কারারক্ষীদের মাধ্যমে মাদক সরবরাহ করে থাকে। ইতোপূ্র্বে এমন অভিযোগও উঠেছে একাধিক কারারক্ষির বিরুদ্ধে। নেয়া হয়েছে ব্যবস্থাও। কিন্তু এরপরও থেমে নেই মাদক সরবরাহ।
টাকা থাকলে প্রতিদিনই স্বজনদের সাথে একাধিকবার মোবইলে কথা বলা যায়। যদিও কারা আইনে মোবইলে কথা বলার কোন সুযোগ নেই। শুধু তাই নয় কারা অভ্যন্তরে নিয়মিত বসছে জুয়ার আসর। লাখ লাখ টাকার আসর থেকে কর্তৃপক্ষের পকেটেও যায় এর ভাগ।
এছাড়া জামিন লাভের পরে টাকা না দিলে সহজেই মুক্তি মিলে না। অনৈতিকভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয় জামিন লাভের পর। না দিলে অন্য মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখানো হয়। এ কাজে কারা কর্তৃপক্ষের সাথে জড়িত রয়েছে পুলিশ ।
অন্তহীন এ সমস্যার কারণে ভাঙাচুড়া এ কারাগারে যে কোন সময় আবারও বিদ্রোহ দেখা দিতে পারে। এমন শংকার কথা বলেছেন সম্প্রতি বের হয়ে আসা কয়েকজন বন্দি।
খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদীর শিবপুরের কারারচরে ইতোমধ্যে নতুন কারাগারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। অসমাপ্ত কাজ শেষ হতে সময় লাগবে আরো বছর খানেক। এ কারাগার কারারচরে স্থানান্তর না হওয়া পর্যন্ত সহসাই এসব সমস্যা সমাধানের কোন লক্ষণ নেই বলে জানান কারা কর্তৃপক্ষ।
এসব বিষয়ে জানতে চাইলে নরসিংদীর জেল সুপার মো: শামীম ইকবাল, নিখাদ খবরকে বলেন, আসলে সারাদেশে সবকিছু আগের মতই চলছে। আমাদের সকলের চরিত্র ঠিক না হলে আমার একার পক্ষ্যে কোনোভাবেই একটি প্রতিষ্ঠানে শতভাগ সেবা দেয়া সম্ভব নয়।
কিছু অনিয়মের কারণে ইতোমধ্যে একজন জেলারকে বদলী করার কথা স্বীকার করে তিনি বলেন,বর্তমানে গোপালগঞ্জ কারাগার থেকে ভারপ্রাপ্ত জেলার হিসেবে এখানে যোগদান করেছেন হুমায়ুন কবীর। সবাই মিলে মিশে আমরা চেষ্টা করছি সেবার মান কিছুটা বাড়াতে।
নতুন নকশা অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়ক সম্প্রতি ৬ ফিট উচু করার ফলে একটু বৃষ্টি হলেই জেলাকারাগারে পানি প্রবেশ করে। এ অবস্থার ফলে বন্দি ও স্টাফদের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে।
জেল সুপার আরো বলেন, এভাবে মানুষ বসবাস করতে পারে না। মাদকের বিষয়ে তিনি বলেন,ঢাকা সিলেট মহাসড়ক উচু হওয়ার ফলে বাইরে থেকে ঢিল দিয়ে কিছু মাদক ভিতরে ফেলে। এসব বন্ধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু দ্রুত সমাধান হওয়ার কোন সুযোগ নেই।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
১৮ মিনিট আগেঅভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।
১৫ ঘণ্টা আগেনিখাদ খবরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু রাজধানী ঢাকা, সাভার, কুড়িগ্রাম, রংপুর নয়-দেশের অন্তত ৩৫টি জেলায় গোপনে নেটওয়ার্ক গড়ে তোলে মিস্ট্রায়াল এআই-এমএ। মূলত ডেসটিনি, যুবক, ইউনিপেটুইউ এর মতো অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করেছে তারা।
২ দিন আগেপুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২ দিন আগেজামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।
নিখাদ খবরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু রাজধানী ঢাকা, সাভার, কুড়িগ্রাম, রংপুর নয়-দেশের অন্তত ৩৫টি জেলায় গোপনে নেটওয়ার্ক গড়ে তোলে মিস্ট্রায়াল এআই-এমএ। মূলত ডেসটিনি, যুবক, ইউনিপেটুইউ এর মতো অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করেছে তারা।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে।