অভিযান চলবে, তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ নাম থাকছে না

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। তবে অভিযানের নাম ‘ডেভিল হান্ট’ আর থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য চলমান বিশেষ অভিযান রমজান মাসে আরও জোরদার করা হবে। মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে এবং ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলনের সময় ডাকাতি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রমজান মাসে বিশেষ কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কার কথা একাধিক গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এসেছে। এমন আশঙ্কা সামনে রেখে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বলা হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা নতুনভাবে সাজিয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। ১ মার্চ পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযানে ১১ হাজার ৮৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরসহ নৈরাজ্যকর পরিস্থিতির প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী। তাঁদের একজন মারা যান। এর পর থেকে চলতে থাকে বিশেষ অভিযান।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়েও আলোচনা হয়। বৈঠকে বলা হয়, অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান চলবে, তবে অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না। বিশেষ অভিযানে যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, কোর কমিটির বৈঠকে এ বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ নাম নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়সহ অনেকেই এই নাম পছন্দ করছেন না বলে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে। এমন অবস্থায় অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হলেও ডেভিল হান্ট নামটি আর ব্যবহার করা হবে না বলে জানা গেছে।

সেখানে সিদ্ধান্ত হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য চলমান বিশেষ অভিযান রমজান মাসে আরও জোরদার করা হবে। মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে এবং ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলনের সময় ডাকাতি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) ইনামুল হক বলেন, অপরাধ দমনে সারা দেশে বিশেষ অভিযান চলছে। রমজান ঘিরে অপরাধ মোকাবিলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু রাজধানীতেই প্রতিদিন পুলিশের পাঁচ শতাধিক টহল দল বের হচ্ছে। নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে রাজধানীতে ‘মানি এসকর্ট’ সেবা দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সারাদেশ নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

১ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৬ দিন আগে