বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ জানেন না পরিচালক

হাসপাতালে ৬৫ চিকিৎসক নিয়োগ নিয়ে তোলপাড়

Thumbnail image
ছবি: সংগৃহীত

কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তড়িঘড়ি করে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। তবে সরকারি যে কোন প্রতিষ্ঠানে ০১ জন লোক নিয়োগ দিলেও পত্রিকায় ও তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এমনটাই হওয়ার কথা। অথচ বাংলাদেশ সরকারের অর্থে পরিচালিত এত বড় একটি প্রতিষ্ঠানে অতি গোপনে এত বড় একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে। তবে এ খবর ছড়িয়ে পড়ায় দেশজুড়ে চিকিৎসকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। ড্যাবের সাবেক সভাপতি প্রফেমর ডা: হারুন আল রশীদ গ্রুপের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার দুপুর থেকে হাসপাতালের ভিতরে ও বাইরে প্রতিবাদে মিছিল করেছে। সন্ধ্যার পরে অবশ্য তাদের গ্রুপের আরো ১৫জন চিকিৎসককে একই প্রক্রিয়ায় নিয়োগ দেয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেছেন।

আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহদি হাছানকে। সন্ধ্যার পর এ বিষয়ে ডা: মেহদি হাছানের কাছে জানতে চাইলে তিনি নিখাদ খবরকে বলেন, তিনি আন্দোলনে ছিলেন না। এ বিষয়ে তিনি এর চেয়ে বেশি কিছু বলতেও পারবেন না। তবে চিকিৎসকের সংকট দেখা দিলে পরিষদ এডহক ভিত্তিতে নিয়োগ দিতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের কাছে জানতে চাইলে তিনি নাম না প্রকাশের শর্তে নিখাদ খবরকে বলেন, এমনটি হওয়ার কথা নয়।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা: মো: মাহবুবুল হক নিয়োগপত্রে স্বাক্ষর করলেও এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি নিখাদ খবরকে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। সবকিছু চেয়ারম্যান স্যার জানেন।

এ বিষয়ে হাসপাতালটির পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিচালক নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন তারইতো জানার কথা। আসলে সে নিয়োগপত্র মিডিয়াকে ফেস করতে চাচ্ছেন না। এছাড়া আমি আগে ড্যাবের সভাপতি ছিলাম এখন হাসপাতালটির পরিচালনা পর্ষদের সভাপতি পদে আছি সেকারণে আমার উপর দায় চাপাতে চাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোন ঝামেলা নেই বলে জানিয়ে তিনি এ প্রতিবেদককে বলেন, চিকিৎসকের জন্য হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আমাদের ১১০ জন চিকিৎসক দরকার। জরুরি ভিত্তিতে মাত্র ৬ মাসের জন্য এডহক ভিত্তিতে ৬৫ জন নেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো চিকিৎসক নেয়া হবে।

এ প্রক্রিয়া নিয়োগ দেয়ার ফলে মেধাবীরা বঞ্চিত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা চূড়ান্ত নিয়োগ নয়। ৬ মাস পর যাচাই বাছাই করে পরে নিয়োগ দেয়া হবে। এখন যারা চাকরি পেয়েছেন তাদের অধিকাংশই এখানে গত ৬ মাস ধরে ট্রেনিং করে আসছিল। বিনা পারিশ্রমিকে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। মূলত তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, যারা এখানে বিনা পারিশ্রমিকে চিকিৎসা সেবা দেইনি এমন চিকিৎসকও নিয়োগ পেয়েছে। এমন এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ধরেন হয়ত শতকরা ৫ জন হতে পারে। তারা কারা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

মানিকগঞ্জের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ে বদলি–সংক্রান্ত দীর্ঘ বিরোধের কারণে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই মাস আগে বদলি হওয়া সার গুদামের উপসহকারী পরিচালক মেহেদী হাসান এখনো কার্যালয়ের উপসহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে রেখেছেন।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুই ব্যক্তির নামে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এখনও আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতা আরিয়ান আহমেদ।

১ দিন আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনও প্রকাশ হয

১ দিন আগে

খুলনা ওয়াসার আলোচিত ফেস-২ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে একজন বিতর্কিত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের কারণে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

১ দিন আগে