মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১: ০০
Thumbnail image

দেশব্যাপী তীব্র প্রতিবাদের মধ্যে মাগুরায় শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ১৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। তিনি বলেন, শিশুটির বিষয়ে বিভিন্ন সময় যেসব বক্তব্য পাওয়া গেছে, তা অনেকটা সাংঘর্ষিক। সেজন্য বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিট আবেদনটি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিটে আদেশ ও রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে, পাশাপাশি শিশুটির ডিএনএ টেস্ট ও ডাক্তারি প্রতিবেদনসহ বিচারিক তদন্তের দাবি জানানো হয়েছে।

এছাড়াও, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সরকার আইন সংশোধন করে মামলা নিষ্পত্তির সময় কমিয়ে আনতে চাইলেও সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মাগুরা আদালত থেকে হাইকোর্টে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, নির্যাতনের শিকার শিশুটি ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৮ মার্চ ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং ১৩ মার্চ দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

তার মরদেহ সামরিক হেলিকপ্টারে করে মাগুরায় নিয়ে যাওয়া হয় এবং সেদিনই সন্ধ্যায় দাফন সম্পন্ন করা হয়।

এই নির্মম ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ধর্ষণ নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

১ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৬ দিন আগে