নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী তীব্র প্রতিবাদের মধ্যে মাগুরায় শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ১৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। তিনি বলেন, শিশুটির বিষয়ে বিভিন্ন সময় যেসব বক্তব্য পাওয়া গেছে, তা অনেকটা সাংঘর্ষিক। সেজন্য বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিট আবেদনটি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিটে আদেশ ও রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে, পাশাপাশি শিশুটির ডিএনএ টেস্ট ও ডাক্তারি প্রতিবেদনসহ বিচারিক তদন্তের দাবি জানানো হয়েছে।
এছাড়াও, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সরকার আইন সংশোধন করে মামলা নিষ্পত্তির সময় কমিয়ে আনতে চাইলেও সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মাগুরা আদালত থেকে হাইকোর্টে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, নির্যাতনের শিকার শিশুটি ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৮ মার্চ ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং ১৩ মার্চ দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
তার মরদেহ সামরিক হেলিকপ্টারে করে মাগুরায় নিয়ে যাওয়া হয় এবং সেদিনই সন্ধ্যায় দাফন সম্পন্ন করা হয়।
এই নির্মম ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।

দেশব্যাপী তীব্র প্রতিবাদের মধ্যে মাগুরায় শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ১৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। তিনি বলেন, শিশুটির বিষয়ে বিভিন্ন সময় যেসব বক্তব্য পাওয়া গেছে, তা অনেকটা সাংঘর্ষিক। সেজন্য বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, রিট আবেদনটি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিটে আদেশ ও রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে, পাশাপাশি শিশুটির ডিএনএ টেস্ট ও ডাক্তারি প্রতিবেদনসহ বিচারিক তদন্তের দাবি জানানো হয়েছে।
এছাড়াও, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সরকার আইন সংশোধন করে মামলা নিষ্পত্তির সময় কমিয়ে আনতে চাইলেও সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মাগুরা আদালত থেকে হাইকোর্টে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, নির্যাতনের শিকার শিশুটি ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৮ মার্চ ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং ১৩ মার্চ দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
তার মরদেহ সামরিক হেলিকপ্টারে করে মাগুরায় নিয়ে যাওয়া হয় এবং সেদিনই সন্ধ্যায় দাফন সম্পন্ন করা হয়।
এই নির্মম ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।

মানিকগঞ্জের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ে বদলি–সংক্রান্ত দীর্ঘ বিরোধের কারণে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই মাস আগে বদলি হওয়া সার গুদামের উপসহকারী পরিচালক মেহেদী হাসান এখনো কার্যালয়ের উপসহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে রেখেছেন।
২ দিন আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুই ব্যক্তির নামে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এখনও আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতা আরিয়ান আহমেদ।
২ দিন আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনও প্রকাশ হয
২ দিন আগে
খুলনা ওয়াসার আলোচিত ফেস-২ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে একজন বিতর্কিত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের কারণে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।
২ দিন আগেমানিকগঞ্জের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ে বদলি–সংক্রান্ত দীর্ঘ বিরোধের কারণে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই মাস আগে বদলি হওয়া সার গুদামের উপসহকারী পরিচালক মেহেদী হাসান এখনো কার্যালয়ের উপসহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে রেখেছেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুই ব্যক্তির নামে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এখনও আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতা আরিয়ান আহমেদ।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনও প্রকাশ হয
খুলনা ওয়াসার আলোচিত ফেস-২ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে একজন বিতর্কিত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের কারণে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।